কেতুগ্রামের নিরোলের কাছে মুখোমুখি ধাক্কার পরে পড়ে রয়েছে তুবড়ে যাওয়া বাস ও লরিটি। রবিবার তোলা নিজস্ব চিত্র।
লরি-বাসের মুখোমুখি ধাক্কায় ঘটনাস্থলেই মারা গেলেন লরি চালক। জখম হলেন জনা পঁচিশেক বাসযাত্রীও। রবিবার দুপুরে কেতুগ্রামের নিরোল গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, কাটোয়া বোলপুর রোড ধরে বোলপুর-সালার রুটের একটি বাস পাঁচুন্দির দিকে যাচ্ছিল। নিরোল গ্রামের পাশ দিয়ে যাওয়ার সময়ে উল্টোদিকে কৃষ্ণনগর থেকে মালবাহী একটি লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনাস্থলেই লরির চালক, কাটোয়ার গৌরডাঙা গ্রামের বাসিন্দা দীনু ঘোষ (২৮) মারা যান। জখম বাসযাত্রীদের মধ্যে ১৪ জন কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা নো হয়েছে। আরও দু’জন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। এ দিনই মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হয় কাটোয়ার কুলগাছি গ্রামের বাসিন্দা দীননাথ মণ্ডল (৬৫) নামে এক বৃদ্ধের। পুলিশ জানায়, শনিবার দুপুরে রামদাসপুরের মোড়ের কাছে রাস্তা পার হওয়ার সময় আচমকা একটি মোটরবাইক দীননাথবাবুকে ধাক্কা মারে। শনিবার সন্ধ্যায় বর্ধমান মেডিক্যালে দীননাথবাবুর মৃত্যু হয়।