Farmer Death

খণ্ডঘোষে ধান ঝাড়াইয়ের যন্ত্রে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কৃষকের

সোমবার সকাল ৬টা নাগাদ ধান ঝাড়াইয়ের জন্য বিদ্যুৎচালিত যন্ত্রটি ঠিক করছিলেন রবি। আচমকাই যন্ত্রে শর্টসার্কিট হয়ে যায়। যার ফলে তড়িদাহত হন ওই যুবক।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

খণ্ডঘোষ শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৪ ২১:৫১
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক ছবি।

ধান ঝাড়াই করার যন্ত্রে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক কৃষকের। মৃতের নাম রবি ধারা (৩৫)। সোমবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার খেজুরহাটি গ্রামের মেটেপাড়ায় এই দুর্ঘটনা হয়েছে।

Advertisement

সোমবার সকাল ৬টা নাগাদ ধান ঝাড়াইয়ের জন্য বিদ্যুৎচালিত যন্ত্রটি ঠিক করছিলেন রবি। আচমকাই যন্ত্রে শর্টসার্কিট হয়ে যায়। যার ফলে তড়িদাহত হন ওই যুবক। তাঁকে বাঁচাতে গিয়ে তড়িদাহত হন তাঁর ছেলেও। তাঁর অবস্থা স্থিতিশীল। গ্রামবাসীরা বিদ্যুৎস্পৃষ্ট রবিকে খণ্ডঘোষ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খণ্ডঘোষ থানার পুলিশ। রবির দেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজে পাঠিয়েছে পুলিশ। মৃতের বাবা সুকুমার ধারা জানান, ঘটনার সময় তিনি কাজে গিয়েছিলেন। বাড়ি ফিরে বিষয়টি জানতে পারেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement