গ্রন্থাগারের দোতলা ভবনের উদ্বোধন হয়ে গেল মেমারির সাতগেছিয়ায়। রাজ্য সরকারের গ্রন্থাগার বিভাগের তরফে পাওয়া সাত লক্ষ সাতষট্টি হাজার টাকার অনুদানে ওই ভবন তৈরি হয়েছে। বৃহস্পতিবার মেমারি ২ পঞ্চায়েত সমিতির সভাপতি অমল বাগ জানান, ১৯৩৬ সালে গ্রামের প্রবীণ বাসিন্দারা চাঁদা তুলে গ্রন্থাগারটি তৈরি করেন। প্রায় হাজার সাতেক বই রয়েছে এখানে। গ্রন্থাগারের সদস্য সংখ্যাও প্রায় এক হাজার।