আদিবাসীদের সঙ্গে মিষ্টি হাব নিয়ে বৈঠক

মিষ্টি হাবের কাজ চলাকালীন বামচাঁদাইপুরে স্থানীয় আদিবাসীরা যাতে বাধা না দেন, তাই আগেই তাঁদের সঙ্গে আলোচনায় বসলেন জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০০:৫৩
Share:

মিষ্টি হাবের কাজ চলাকালীন বামচাঁদাইপুরে স্থানীয় আদিবাসীরা যাতে বাধা না দেন, তাই আগেই তাঁদের সঙ্গে আলোচনায় বসলেন জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বামচাঁদাইপুরে ওই জমি স্থানীয় বাসিন্দা লক্ষ্মীনারায়ণ হেমব্রমের দখলে ছিল। তিনি ও তাঁর পরিবার ওই জমির উপরে নির্ভরশীল বলে প্রশাসনকে জানিয়েছিলেন। ক্ষতিপূরণের দাবিও জানিয়েছিলেন তিনি। বুধবার সকালে দেবুবাবু বাসিন্দাদের জানান, ওই জমি সরকারের। সরকার ওই জমি ব্যবহার করেনি বলে তাঁরা তা এত দিন ব্যবহার করেছেন। তবে ওই জমিতে নির্মাণের সময় স্থানীয়দের কাজ দেওয়ার আশ্বাসও দেন তিনি। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাও তাঁদের দেওয়া হবে বলেও জানানো হয়। এ দিনই প্রশাসনের তরফে সিদ্ধান্ত হয়, লাগোয়া এলাকায় এক বিঘা খাস জমি রয়েছে। সেই জমিতে আদিবাসীদের জন্য একটি কমিউনিটি সেন্টার ও বাকি জমি তাঁদের উৎসব-পরবে ব্যবহার করতে দেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement