দেওয়াল লিখন নষ্ট আউশগ্রামে

তৃণমূলের গুসকরা ২ অঞ্চল সভাপতি দেবব্রত মণ্ডলের অভিযোগ, ওই পঞ্চায়েত এলাকার আলিগ্রামের গণপাড়া, দাসপাড়ার মতো কয়েকটি জায়গায় দলীয় প্রার্থী অসিত মালের সমর্থনে দেওয়াল লিখনের উপর বুধবার রাতে গোবরের প্রলেপ দেওয়া হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আউশগ্রাম শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৯ ০৯:৩৭
Share:

এ নিয়েই নালিশ। নিজস্ব চিত্র

তৃণমূল প্রার্থীর প্রচারে দেওয়াল লিখনে গোবর মাখানোর অভিযোগ উঠেছে আউশগ্রামের আলিগ্রামে। বৃহস্পতিবার তৃণমূলের তরফে এ নিয়ে গুসকরা ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের তির বিজেপির দিকে হলেও তারা তা অস্বীকার করেছে।

Advertisement

তৃণমূলের গুসকরা ২ অঞ্চল সভাপতি দেবব্রত মণ্ডলের অভিযোগ, ওই পঞ্চায়েত এলাকার আলিগ্রামের গণপাড়া, দাসপাড়ার মতো কয়েকটি জায়গায় দলীয় প্রার্থী অসিত মালের সমর্থনে দেওয়াল লিখনের উপর বুধবার রাতে গোবরের প্রলেপ দেওয়া হয়েছে। দলের ব্যানারও ছিঁড়ে দেওয়া হয়েছে। স্থানীয় কয়েকজন বিজেপি কর্মী এই ঘটনা ঘটিয়েছে বলেও দাবি করেন তিনি। এর পরেই তৃণমূল কর্মী শীতল ঘোষ, মিহির ঘোষ এবং উত্তম কোঁয়ার বৃহস্পতিবার গুসকরা পুলিশ ফাঁড়িতে পাঁচ বিজেপি কর্মীর নামে লিখিত অভিযোগ করেন। কয়েকদিন ধরে ওই বিজেপি কর্মীরা তাঁদের হুমকি দিচ্ছিলেন বলেও দাবি তৃণমূলের।

যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপির আউশগ্রাম বিধানসভার দায়িত্বপ্রাপ্ত নেতা জয়দীপ চট্টরাজের দাবি, এই ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই। পুরোটাই তৃণমূলের সাজানো। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement