স্ত্রীকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড হল এক যুবকের। বুধবার অতিরিক্ত জেলা দায়রা আদালত ওই সাজা ঘোষণা করে। সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের সাজা ঘোষণা করা হয়েছে।
আইনজীবীরা জানান, ১৯৯৭ সালে কেতুগ্রামের বহরান পঞ্চায়েতের গোয়ালপাড়ার ভবেশ পালের সঙ্গে কাটোয়ার পাঁচঘড়া গ্রামের যোগমায়া মণ্ডলের বিয়ে হয়। সে বছরই প্রথম জামাইষষ্ঠীতে শ্বশুরবাড়ি এসে সন্ধ্যায় সিমেনা দেখতে যান দু’জনে। রাতে বাড়ি ফিরে ভবেশ জানায়, তাঁকে মারধর করে স্ত্রীকে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। পুলিশের জিজ্ঞাসাবাদে ভবেশের কথাক অসংলগ্নতা ধরা পড়ে। পরে জেরায় স্ত্রীকে খুন করে স্থানীয় ভান্নিপুকুরে ফেলে দেওয়ার কথা স্বীকারও করে নেয় সে। পুলিশ দেহটি উদ্ধারও করে। এরপরেই যোগমায়াদেবীর দাদা জয়দেব মণ্ডল ভবেশের নামে থানায় খুনের অভিযোগ করেন। ১১ জনের সাক্ষ্যগ্রহণের পরে এই রায় শোনায় আদালত।