এলইডি-র সঙ্গে টক্করে নতুন সাজে প্রদীপ

ময়দানে নেমে বাজার ছিনিয়ে নিয়েছে নতুন প্রতিদ্বন্দ্বী। তবে এত সহজে জমি না ছাড়তে রূপ পাল্টে হাজির হচ্ছে প্রদীপ। নানা নামে ও নানা আকারে বাজারে আসা এই সব প্রদীপ দীপাবলির বাজারে ক্রেতাদের নজর কাড়ছে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা।

Advertisement

অর্পিতা মজুমদার

দুর্গাপুর শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৬ ০২:৩৩
Share:

দুর্গাপুরের বাজারে হরেক প্রদীপের পসরা। ছবি: বিকাশ মশান।

ময়দানে নেমে বাজার ছিনিয়ে নিয়েছে নতুন প্রতিদ্বন্দ্বী। তবে এত সহজে জমি না ছাড়তে রূপ পাল্টে হাজির হচ্ছে প্রদীপ। নানা নামে ও নানা আকারে বাজারে আসা এই সব প্রদীপ দীপাবলির বাজারে ক্রেতাদের নজর কাড়ছে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা।

Advertisement

দীপাবলির দিন কয়েক আগে থেকেই এলইডি আলোয় শহর সেজে ওঠে। বাজারে বড দোকান তো বটেই, পাড়ার মোড়ে দোকান করেও সেই সব আলো বিক্রি শুরু হয়ে গিয়েছে। তবে এ বার দুর্গাপুরের নানা বাজারে গিয়ে দেখা গিয়েছে, এলইডি আলোর পাশাপাশি প্রদীপের দোকানের বেশ ভিড়। বিক্রেতারা জানালেন, গতানুগতিক প্রদীপ ছাড়াও নানা উচ্চতা, নানা কারুকাজের প্রদীপ আনা হয়েছে এ বার। চণ্ডীদাস বাজারের প্রদীপ বিক্রেতা বিশ্বজিৎ দাস বলেন, ‘‘কলকাতার কুমোরটুলিতে তৈরি হয় নানা ডিজাইনের প্রদীপ। সেখান থেকেই কয়েক বছর ধরে এই নতুন ধরনের প্রদীপ নিয়ে আসি।’’ তিনি আরও জানান, কুমোরটুলি থেকেই বর্ধমান, আসানসোল, রানিগঞ্জের ব্যবসায়ীরা এই সব প্রদীপ নিয়ে আসেন। বিভিন্ন ডিজাইনের মধ্যে কোনটা কত পরিমাণে নেবেন, তা হোয়াটসঅ্যাপের মাধ্যমেই অর্ডার দিয়ে দেওয়া যায়। নির্দিষ্ট সময়ে তা দোকানে চলে আসে। ক্রেতা টানতেও এই মাধ্যম ব্যবহারের কথা ভাবা হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা।

নতুন এই সব ডিজাইনে কোনওটিতে প্রদীপের সংখ্যা একটি, তো কোনওটিতে আবার ৪১টি। কোনওটির উচ্চতা ১০ ইঞ্চি তো কোনওটি দেড় ফুট। নামও নানা রকম— হ্যারিকেন প্রদীপ, ঝাড় প্রদীপ, ঝুলন্ত প্রদীপ, কুবের প্রদীপ, আকাশ প্রদীপ। এগুলি সব স্ট্যান্ড দেওয়া প্রদীপ। এ ছাড়াও রয়েছে চার, পাঁচ বা ছয় মুখের প্রদীপ। একটি প্লেটেই নানা ভাবে তাদের অবস্থান। পুরনো আদলের প্রদীপেও চারপাশে নানা সূক্ষ্ম কাজ করে অন্য রকম দেখতে করা হয়েছে। সেগুলিরও ভালই চাহিদা বলে জানালেন বিক্রেতারা। তাঁদেরই এক জন প্রদীপ রক্ষিত জানান, এই প্রদীপগুলি দেখতে অন্য রকম। তাই দামও বেশ চড়া। প্রদীপের সংখ্যার সঙ্গে দামও বেড়ে যায়। এ বছর প্রদীপের চাহিদা গত বছরের তুলনায় অনেকটাই বেড়েছে বলে দাবি করেন তিনি।

Advertisement

বেনাচিতি বাজারে প্রদীপ কিনতে এসেছিলেন অনিতা রায়। প্রায় হাজার টাকার রকমারি প্রদীপ কেনার পরে তিনি বলেন, ‘‘এলইডি আলো নজরে পড়ে বেশি। কিন্তু প্রদীপের নতুন সাজ দেখে এতগুলো কিনে নিলাম। বাইরে এলইডি আলোয় সাজালেও, দীপাবলিতে বাড়ির ভিতরে এই সব শৌখিন প্রদীপই রাখব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement