রানিগঞ্জের গোপালডাঙায় ফুটিফাটা জমি। সোমবার ওমপ্রকাশ সিংহের তোলা ছবি।
ধস নামল রানিগঞ্জের গোপালডাঙা এলাকায়। রবিবার গভীর রাতে ওই এলাকার একটি অংশের মাটি বসে যায়। ভোরের দিকে বিষয়টি বাসিন্দাদের নজরে আসতেই আতঙ্ক ছড়ায়।
স্থানীয় বাসিন্দারা জানান, এই এলাকার ইসিএলের একটি কোলিয়ারি ছিল। ১৯৮০ সালে তা বন্ধ হয়ে যায়। কয়েক দিন ধরেই বিভিন্ন শব্দ পাওয়া যাচ্ছিল বলে দাবি বাসিন্দাদের। তার পরেই এই ধস নামে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিধায়ক রুনু দত্ত, তৃণমূলের ব্লক সভাপতি অলোক বসু। এসে পৌঁছন ইসিএলের আধিকারিকেরাও। রুনুবাবু ধস কবলিত এলাকার বাসিন্দাদের পুনর্বাসনের দাবি জানান। অলোকবাবু জানান, এলাকায় যাতে ফের ধস না নামে, সেই জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন তিনি।
ইসিএলের তরফে ওমপ্রকাশ যাদব জানান, এই এলাকাটি সংস্থার। বাসিন্দারা সেখানে দীর্ঘদিন বসবাস করছেন। ধস নামা এলাকাটি ঘিরে দেওয়া হয়েছে ও তা ভরাট করা হচ্ছে। ওই এলাকার বসবাসকারীদের অন্যত্র সরে যেতে বলা হয়েছে বলে জানান তিনি।