বসুধায় দুর্ঘটনা, আগুন সরকারি গাড়িতে

ট্রাকের ধাক্কায় এক কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারের আহত হওয়াকে ঘিরে মঙ্গলবার উত্তেজনা ছড়াল কাঁকসার বসুধার কাছে। মোটর ভেহিক্যালস দফতরের তাড়া খেয়েই ওই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটিয়েছে, এই অভিযোগে উত্তেজিত জনতা মোটর ভেহিক্যালসের গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাঁকসা শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৭ ০০:১৫
Share:

জনরোষ: জনতার রোষে মোটর ভেহিক্যালসের গাড়িতে আগুন । নিজস্ব চিত্র

ট্রাকের ধাক্কায় এক কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারের আহত হওয়াকে ঘিরে মঙ্গলবার উত্তেজনা ছড়াল কাঁকসার বসুধার কাছে। মোটর ভেহিক্যালস দফতরের তাড়া খেয়েই ওই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটিয়েছে, এই অভিযোগে উত্তেজিত জনতা মোটর ভেহিক্যালসের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ঘটনাটি ঘটেছে পানাগড়-দুবরাজপুর রাজ্য সড়কে। পানাগড় থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ বীরভূমের ইলামবাজার থেকে একটি পাথর বোঝাই ট্রাকের পিছনে ধাওয়া শুরু করে মোটর ভেহিক্যালসের একটি গাড়ি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাকটি দ্রুতগতিতে পানাগড়ের দিকে যেতে থাকে। পথে বেশ কয়েক জায়গায় ধাক্কাও মারে। শেষে বসুধার কাছে ট্রাকের চালক সম্পূর্ণ নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশেই উল্টে যায়। তার আগে ট্রাকটি ধাক্কা মারে ওই জায়গায় ডিউটিতে থাকা কাঁকসা থানার সিভিক ভলান্টিয়ার চাঁদমোহন ঘোষকে। স্থানীয় বাসিন্দারা এর পরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন। ট্রাকের পিছনে আসা মোটর ভেহিক্যালসের গাড়িটি আটকান তাঁরা। প্রথমে ভাঙচুর চালিয়ে পরে আগুন ধরিয়ে দেওয়া হয়। কিছু সময়ের জন্য রাস্তা অবরোধও করেন স্থানীয়েরা। আহত সিভিক ভলান্টিয়ারকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন...
যানজটে স্তব্ধ রাস্তা, ক্ষোভ

Advertisement

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই ঘটনা কোনও না কোনও দিন হওয়ারই ছিল। ইলামবাজারের দিকে প্রায় দিনই তল্লাশির নামে জুলুম চলে। বহু ট্রাক-লরিই তল্লাশির হাত থেকে বাঁচতে বেপরোয়া ভাবে চলে। তাতে বাড়ে দুর্ঘটনার সম্ভাবনা। এ দিনের দুর্ঘটনার পিছনেও সেটাই কারণ বলে দাবি এলাকাবাসীর। ঘটনার পরেই সেখানে আসে কাঁকসা থানার পুলিশ। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (পূর্ব) অভিষেক মোদী-সহ অন্য পুলিশকর্তারা পৌঁছন। স্থানীয় বাসিন্দারা পুলিশকর্তাদের কাছে দোষী ব্যক্তিদের শাস্তির দাবি তোলেন। ডিসিপি (পূর্ব) ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement