TMC

প্রাক্তন বনাম বর্তমান, ‘দ্বন্দ্ব’ চলছেই দুর্গাপুর

সিএএ, এনআরসি এবং দিল্লির সাম্প্রতিক হিংসার ঘটনার প্রতিবাদে বুধবার দুর্গাপুর পুরসভার মেয়র পারিষদ (নিকাশি) প্রভাতবাবুর নেতৃত্বে মিছিল হয়েছিল শহরে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২০ ০১:৪৯
Share:

বৃহস্পতিবার বিশ্বনাথ পাড়িয়ালের নেতৃত্বে মিছিল দুর্গাপুরে। নিজস্ব চিত্র

প্রথম মিছিলের নেতৃত্বে প্রাক্তন। দ্বিতীয় মিছিলে বর্তমান। দুই মিছিলেই দেখা যায় আইএনটিটিইউসি-র পতাকা, ব্যানার। এই দুই মিছিল এবং সংগঠনের বর্তমান জেলা সভাপতি বিশ্বনাথ পাড়িয়ালের মিছিলে আইএনটিটিইউসি-র প্রাক্তন জেলা সভাপতি প্রভাত চট্টোপাধ্যায়ের অনুপস্থিতি ফের ‘কোন্দলের’ ছবিই সামনে আনল বলে মনে করছেন সংগঠনের নেতা, কর্মীদের একাংশ।

Advertisement

সিএএ, এনআরসি এবং দিল্লির সাম্প্রতিক হিংসার ঘটনার প্রতিবাদে বুধবার দুর্গাপুর পুরসভার মেয়র পারিষদ (নিকাশি) প্রভাতবাবুর নেতৃত্বে মিছিল হয়েছিল শহরে। মিছিলটি দলের ‘অনুমোদনহীন’ বলে তোপ দেগেছিলেন তৃণমূলের ব্লক সভাপতি (দুর্গাপুর ২) শরবিন্দু বিশ্বাস। প্রভাতবাবু যদিও দলের ‘নির্দিষ্ট জায়গায়’ জানিয়েই মিছিল করার কথা বলেছিলেন। এই পরিস্থিতিতে ২৪ ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার শহরে বিশ্বনাথবাবুর নেতৃত্বে একই বিষয়ে মিছিল করে আইএনটিটিইউসি। সেখানে দেখা যায়নি প্রভাতবাবুকে। ফলে, ‘দ্বন্দ্ব-চিত্র’ই ফের প্রকাশ্যে এল বলে মত সংগঠনের নেতা, কর্মীদের একাংশের।

যদিও, সম্প্রতি দুর্গাপুরে প্রশাসনিক বৈঠক থেকে স্বয়ং মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিকদের ‘ঢুকবে না’ বলে নির্দেশ দেন প্রভাতবাবুকে। কিন্তু পরপর দু’দিনের ঘটনা পরম্পরা দেখে সংগঠনের নেতা, কর্মীদের একাংশের দাবি, মুখ্যমন্ত্রীর বার্তাতেও লাগাম পড়েনি ‘দ্বন্দ্বে’।

Advertisement

এই ‘দ্বন্দ্ব’ কী ভাবে শুরু হয়, এ দিন তা-ও সংগঠনের অন্দরে চর্চা হয়েছে। দীর্ঘদিন সংগঠনের জেলা সভাপতি ছিলেন প্রভাতবাবু। ২০১৬-র বিধানসভায় দুর্গাপুরের দু’টি আসন তৃণমূলের হাতছাড়া হওয়ার পরে আইএনটিটিইউসি-র সব কমিটি ভেঙে দেওয়া হয়। তবে সংগঠন দেখভালের কাজে কার্যত পুরনোরাই থেকে যান। ২০১৮-র জুনের শেষে তৃণমূলনেত্রী সংগঠনের জেলা সভাপতির দায়িত্ব দেন দুর্গাপুরের তৃণমূল ঘনিষ্ঠ কংগ্রেস বিধায়ক বিশ্বনাথবাবুকে। এর পরেই সভা-পাল্টা সভা ডাকা-সহ নানা ঘটনায় দু’পক্ষের ‘দ্বন্দ্ব’ প্রকাশ্যে আসে।

তবে বরাবরের মতো এ দিনও দুই নেতাই ‘দ্বন্দ্বের’ কথা স্বীকার করেননি। বিশ্বনাথবাবু বলেন, ‘‘পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, বৃহস্পতিবারের মিছিল। বুধবারের মিছিল আইএনটিটিইউসি-র ছিল না।’’ প্রভাতবাবুর প্রতিক্রিয়া, ‘‘দলনেত্রী ব্লকে ব্লকে বুধবার এ বিষয়ে মিছিল করার নির্দেশ দিয়েছিলেন। ব্লকে একটিই মিছিল হবে এমন কথা বলা হয়নি। তা ছাড়া, দল বা সংগঠনের যে কোনও সদস্য বা সমর্থক মিছিলে হাঁটতে পারেন। দলীয় কর্মসূচি মেনেই বুধবারের মিছিলে মানুষ যোগ দিয়েছিলেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement