বধূ নির্যাতনে ধৃত

বধূ নির্যাতনের অভিযোগে শ্বশুর, শাশুড়ি-সহ চার জনকে গ্রেফতার করেছে হিরাপুর থানার পুলিশ। সোমবার ধৃতদের জামিন নামঞ্জুর করে ১৪ দিন জেল-হাজতে পাঠায় আদালত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১২ সালের মার্চে রূপনারায়ণপুরের বাসিন্দা দয়াময় দাসের সঙ্গে বিয়ে হয় বাঁকুড়ার মধুকুণ্ডার বাসিন্দা শিবানী দাসের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ১৬ জুন ২০১৫ ০১:১২
Share:

বধূ নির্যাতনের অভিযোগে শ্বশুর, শাশুড়ি-সহ চার জনকে গ্রেফতার করেছে হিরাপুর থানার পুলিশ। সোমবার ধৃতদের জামিন নামঞ্জুর করে ১৪ দিন জেল-হাজতে পাঠায় আদালত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১২ সালের মার্চে রূপনারায়ণপুরের বাসিন্দা দয়াময় দাসের সঙ্গে বিয়ে হয় বাঁকুড়ার মধুকুণ্ডার বাসিন্দা শিবানী দাসের। পরিবার সূত্রের খবর, ১২ জুন শিবানীদেবী হিরাপুরের ডিহিকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে আত্মঘাতী হন। এর পরেই তাঁর দাদা হারাধন তন্তুবায় বোনের শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে পুলিশের কাছে বধূ নির্যাতনের অভিযোগ করেন। চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজ চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement