— প্রতীকী চিত্র।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিধবার সঙ্গে সহবাসের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশ। ধৃতের নাম সোমনাথ দাস ওরফে নাড়ু। শক্তিগড় থানার বড়শুলের দক্ষিণ গোপালপুরে তাঁর বাড়ি। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতকে বৃহস্পতিবারই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে ১৩ ফেব্রুয়ারি ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন সিজেএম। ধৃতের মেডিক্যাল পরীক্ষা করানোর জন্য আদালতে আবেদন জানান তদন্তকারী অফিসার। তা মঞ্জুর করে বর্ধমান মেডিক্যাল কলেজের ফরেন্সিক স্টেট মেডিসিনের বিভাগীয় প্রধানকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন বিচারক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের ডিসেম্বর মাসে ওই মহিলার স্বামী মারা যান। স্বামী মারা যাওয়ার পর মেমারি থানা এলাকার শ্বশুরবাড়ি ছেড়ে শক্তিগড় থানা এলাকায় বাপেরবাড়িতে বসবাস শুরু করেন ওই মহিলা। মহিলার দু’টি সন্তান রয়েছে। কিছু দিন পর মহিলার সঙ্গে সোমনাথের পরিচয় হয়। দু’জনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। মহিলার বাপেরবাড়িতে যাতায়াতও শুরু হয় সোমনাথের। মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দেন অভিযুক্ত। বিয়ের টোপ দিয়ে মহিলার সঙ্গে বছর দু’য়েক ধরে সহবাস করেন তিনি। মহিলা বিয়ের জন্য সোমনাথকে চাপ দেন। কিন্তু নানা অছিলায় বিয়ে করা এড়িয়ে যেতে থাকেন অভিযুক্ত। পরে মহিলার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেন তিনি। মহিলা যোগাযোগ করলে তাঁকে বিয়ে করতে অস্বীকার করেন। বাধ্য হয়ে মহিলা বুধবার থানায় অভিযোগ দায়ের করেন।