নেতার বাড়িতে বিস্ফোরণ

ভোটের মুখে বিস্ফোরণে এক তৃণমূল নেতার বাড়ির ছাদ উড়ে গেল আউশগ্রাম ১ ব্লকের জয়কৃষ্ণপুরে। শুক্রবার সন্ধ্যা ছ’টা নাগাদ ঘটনাটি ঘটে।

Advertisement

বর্ধমান

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৬ ০২:৪৩
Share:

ভোটের মুখে বিস্ফোরণে এক তৃণমূল নেতার বাড়ির ছাদ উড়ে গেল আউশগ্রাম ১ ব্লকের জয়কৃষ্ণপুরে। শুক্রবার সন্ধ্যা ছ’টা নাগাদ ঘটনাটি ঘটে। সপ্লিন্টার লেগে আহত হয়েছেন তৃণমূলের আউশগ্রাম ১ ব্লক সভাপতি তথা বেরেন্ডা পঞ্চায়েত সদস্য আকবর শেখের স্ত্রী হাসনাহানা বেগম ও বৌমা শরিফা বিবি। রাতেই তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জানা গিয়েছে, ছাদের একটা অংশের সঙ্গে সিঁড়িও ভেঙে গিয়েছে বিস্ফোরণে। আকবর শেখের দাবি, ‘‘ওই সময় বাড়িতে ছিলাম না। কী করে হল বাড়ির লোকেরাই বলতে পারবেন।’’ তৃণমূলের ব্লক সভাপতি টগর শেখের অভিযোগ, ‘‘আমাদের ধারণা সিপিএম এই ঘটনা ঘটিয়েছে।’’ তবে সিপিএমের জেলা কমিটির সদস্য অচিন্ত্য মজুমদারের পাল্টা অভিযোগ, ভোটের দিন সন্ত্রাস করব বলে তৃণমূল বোমা মজুত করে রেখেছিল। সেই বোমা ফেটেই এই দুর্ঘটনা।’’ জেলা পুলিশ সুপার গৌবর শর্মা বলেন, ‘‘ঘটনাস্থলে পুলিশ আধিকারিকেরা গিয়েছেন। কীভাবে বিস্ফোরণ হল তা খতিয়ে দেখা হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement