Eviction chaos in Durgapur Steel Plant

উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র দুর্গাপুর, সিআইএসএফের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

বৃহস্পতিবার সকালে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কর্তৃপক্ষ তামলা সেতু এলাকায় উচ্ছেদ অভিযানে যায়। বিক্ষোভ দেখাতে থাকেন উত্তেজিত স্থানীয়েরা। লাঠিচার্জের অভিযোগ সিআইএসএফের বিরুদ্ধে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

দুর্গাপুর শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১২:৫৪
Share:

উচ্ছেদ অভিযানকে ঘিরে দুর্গাপুরে তীব্র উত্তেজনা। — নিজস্ব চিত্র।

উচ্ছেদ অভিযানকে ঘিরে রণক্ষেত্র দুর্গাপুর। সিআইএসএফের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ। প্রতিবাদে পথ অবরোধে স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা এলাকায়।

Advertisement

জুলাই মাসের শেষে দুর্গাপুর ইস্পাত কারখানা (দুর্গাপুর স্টিল প্ল্যান্ট বা ডিএসপি) তাদের জমিতে থাকা দখলদারদের উচ্ছেদের নোটিস জারি করেছিল। তার পর থেকেই দাবি উঠতে থাকে পুনর্বাসনের। বৃহস্পতিবার সকালে ডিএসপি তামলা ব্রিজ সংলগ্ন এলাকায় সীমানা প্রাচীর দেওয়ার আগে ভূমিপুজোর আয়োজন করে। সেই উপলক্ষ্যে সংস্থার কর্মীরা এলাকায় প্রবেশ করতেই উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারা পুনর্বাসনের দাবি তুলতে থাকেন। এর পরেই সিআইএসএফের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। বচসা গড়ায় ধস্তাধস্তিতে। সিআইএসএফের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, লাঠির ঘায়ে বেশ কয়েক জন রক্তাক্ত হয়েছেন। এর প্রতিবাদে গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করেন বাসিন্দারা। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

কাঁকসা পুলিশের এসিপি সুমন জয়সওয়াল বলেন, ‘‘আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চলছে। তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়ে যাবে। তবে ডিএসপি কাউকে না জানিয়ে ভূমিপূজো করতে এসে ঠিক করেনি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement