World Environment Day

পরিবেশ দিবসে গাছ বিলি, আঁকা প্রতিযোগিতা

সকালে পদযাত্রা ও আঁকা প্রতিযোগিতা হয় কাঁকসার আমলাজোড়ায়। কর্মসূচিতে যোগ দেয় স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালিত আঁকার স্কুলের শিক্ষার্থীরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ জুন ২০২৪ ০৮:৫২
Share:

পরিবেশ সচেতনতায় মিছিল দুর্গাপুরে। নিজস্ব চিত্র।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বুধবার জেলার নানা প্রান্তে অনুষ্ঠান হয়। দুর্গাপুর পুরসভার তরফে পাঁচটি বরোর আধিকারিকদের গাছের চারা দেওয়া হয়। ছিলেন পুর-প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়। দুর্গাপুর সাব ট্র্যাফিক গার্ড-এর পক্ষ থেকে ডিএসপি টাউনশিপের দুর্গাপুর হাউসের সামনে বৃক্ষরোপণ করা হয় এবং পথচলতি মানুষজনকে গাছের চারা
দেওয়া হয়।

Advertisement

দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাবস কো-অর্ডিনেশন সোসাইটি, নেহরু যুবকেন্দ্র, বিজ্ঞান মঞ্চের সত্যেন্দ্রনাথ বসু শাখা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে পদযাত্রা ও আঁকা প্রতিযোগিতা হয় কাঁকসার আমলাজোড়ায়। কর্মসূচিতে যোগ দেয় স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালিত আঁকার স্কুলের শিক্ষার্থীরা। উদ্যোক্তারা জানান, বাসিন্দাদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে এই কর্মসূচির আয়োজন। ওই শিক্ষার্থীদের প্লাস্টিক দিয়ে ইট বানানোর পদ্ধতিও শেখানো হয়।

এ ছাড়া, ফার্টিলাইজার কলোনি থেকে বিধাননগর ডিডিএ মার্কেট পর্যন্ত পদযাত্রা ও প্লাস্টিক-বর্জ্য সংগ্রহ কর্মসূচি পালন করা হয়। পদযাত্রা শেষে পরিবেশ রক্ষার শপথবাক্য পাঠ করানো হয়। এবিএল টাউনশিপের আরআর ব্লক ময়দানে প্লাস্টিক-বর্জ্য সংগ্রহ, আঁকা প্রতিযোগিতা, বিভিন্ন বর্জ্য সামগ্রী দিয়ে তৈরি সামগ্রীর প্রদর্শনী এবং বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃক্ষরোপণ হয় ফুলঝোড়ের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের এনএসএস ও এনসিসি শাখার উদ্যোগে।
একটি ক্লাবের উদ্যোগে গ্যামন ব্রিজ সংলগ্ন একটি স্কুলে বৃক্ষরোপণ অনুষ্ঠানে ছিলেন দুর্গাপুর মহকুমা হাসপাতালের মেডিক্যাল অফিসার ইন্দ্রজিৎ মাঝি, এআইটির শিক্ষক তাপসকুমার সাহা, ডিপিএলের আধিকারিক অঞ্জন মিত্র প্রমুখ।

Advertisement

এ দিন আসানসোল পুরসভার পক্ষ থেকে সাধারণ নাগরিকদের গাছের চারা দেওয়া হয়। মেয়র বিধান উপাধ্যায় জানান, পুরসভার অধীনে থাকা অব্যবহৃত জমিতে বৃক্ষরোপণ করা হবে। শহরের বায়ু দূষণ রোধ করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় এই পদক্ষেপ। একটি সামাজিক সংগঠনের সঙ্গে যৌথ উদ্যোগে দিনটি পালন করেছেন আসানসোলের বিবি কলেজ কর্তৃপক্ষ। কলেজের অধ্যক্ষ অমিতাভ বসু জানান, প্রতি বছরই দিনটি পালন করা হয়। শহরের বিভিন্ন জনবহুল এলাকায় গিয়ে সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে একটি পথনাটিকা করেন কলেজ পড়ুয়ারা। ইসিএলের কুনুস্তোরিয়া এরিয়া কর্তৃপক্ষের উদ্যোগেও অনুষ্ঠান আয়োজিত হয়। পরিবেশকে দূষিত করা বিভিন্ন উপাদানের পরিমাপ করার একটি যন্ত্রের উদ্বোধন করেন সংস্থার সিএমডি সমীরণ দত্ত। এরিয়ার টেগোর হলে বিভিন্ন স্কুলের পড়ুয়ারা আঁকা, আবৃত্তি-সহ নানা প্রতিযোগিতায় যোগ দেয়। ছিলেন সংস্থার টেকনিক্যাল ডিরেক্টর (অপারেশন) নীলাদ্রি রায়।

রানিগঞ্জ চেম্বার অব কমার্সের মহিলা শাখার উদোগে একটি স্কুলের মাঠে ৪০টি গাছ লাগানো হয়। মহিলা শাখা সভাপতি রুবি গডওয়ালা জানান, তাঁরা শহরের হাসপাতাল, স্টেশন-সহ ১০টি জনবহুল এলাকায় ‘ডাস্টবিন’ বসিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement