চলতি অর্থবর্ষে মোট ৩২০ কোটি টাকার বাজেট পেশ হল দুর্গাপুর পুরসভায়। বর্তমান পুরবোর্ডের এটাই শেষ বাজেট। সামনেই ভোট, এই অভিযোগে বিরোধীরা আপত্তি তুললেও মেয়র অপূর্ব মুখোপাধ্যায় জানান, নির্বাচন এখনও ঘোষণা হয়নি। তাই বাজেট পেশে কোনও সমস্যা নেই।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, পাঁচ বছর আগে ক্ষমতায় আসার পরে তৃণমূলের পুরবোর্ড ১১৭ কোটি টাকার বাজেট পেশ করেছিল। পাঁচ বছরে তা বেড়ে এ বার দাঁড়িয়েছে ৩২০ কোটি টাকায়, যা গত বছরের থেকে ১১ কোটি বেশি। এ বার বাজেটে শহরের সৌন্দর্যায়নে জোর দেওয়া হয়েছে। ‘গ্রিন সিটি’ গড়াতেও বিশেষ নজর থাকছে বলে জানান মেয়র। তিনি জানান, ৬ কোটি টাকার কেন্দ্রীয় প্রকল্পে শহর জুড়ে গাছ লাগানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সৃজনী প্রেক্ষাগৃহের সামনে প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা ব্যয়ে ৫ হাজার ওয়াটের সৌর-গাছ বসানো হবে। এ ছাড়া পুরসভার সামনে ৪ হাজার ওয়াটের আর একটি সৌর-গাছ বসানো হবে। এর ফলে বাড়বে ‘গ্রিন এনার্জি’ ব্যবহারের পরিমাণ। পাঁচ বছরে সাফল্যের খতিয়ানও এ দিন তুলে ধরেন মেয়র। সিধো-কানহু স্টেডিয়াম সংস্কার করে খেলার উপযোগী করা, স্বাস্থ্যক্ষেত্রে সংস্কার, নানা ক্ষেত্রে অনলাইন পরিষেবা চালু, জলের আকাল মেটানো— নানা উদাহরণ দেন তিনি। এ বার বাজেটে শহরের রাস্তাঘাট ও নিকাশির উপরেও নজর দেওয়া হয়েছে বলে দাবি মেয়রের।