Post Poll Violence

তৃণমূল প্রার্থীকে খুনের চেষ্টার মামলায় সিপিএমের ১৩ জনের আগাম জামিন মঞ্জুর

আদালত সূত্রে জানা গিয়েছে, ঘটনার বিষয়ে বিষ্ণুপুর গ্রামের ৭ নম্বর বুথে তৃণমূলের প্রার্থী এবাদত শেখের স্ত্রী মোমেনা বেগম থানায় অভিযোগ দায়ের করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

আউশগ্রাম শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৩ ২৩:৩০
Share:

—প্রতীকী চিত্র।

পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানার বিষ্ণুপুর গ্রামে পঞ্চায়েতে তৃণমূল প্রার্থীকে খুনের চেষ্টার মামলায় সিপিএমের ১৩ জনের শর্তাধীন আগাম জামিন মঞ্জুর করল জেলা জজ আদালত। গ্রেফতার এড়াতে আগাম জামিনের আবেদন করেছিলেন অভিযুক্তেরা। বুধবার সেই আবেদনের শুনানি হয়। অভিযুক্তদের হয়ে স্বপন বন্দ্যোপাধ্যায় ও সারা ভারত আইনজীবী সমিতির সদস্যেরা জামিন চেয়ে সওয়াল করেন। মিথ্যা মামলায় ফাঁসানোর কথা বলে জামিন চান তাঁরা। সরকারি আইনজীবী অরূপ দাস জামিনের বিরোধিতা করেন। দু’পক্ষের সওয়াল শুনে জেলা জজ সুজয় সেনগুপ্ত সপ্তাহে দু’দিন তদন্তকারী অফিসারের কাছে হাজিরার শর্তে অভিযুক্ত ১৩ জনের আগাম জামিন মঞ্জুর করেন।

Advertisement

আদালত সূত্রে জানা গিয়েছে, ঘটনার বিষয়ে বিষ্ণুপুর গ্রামের ৭ নম্বর বুথে তৃণমূলের প্রার্থী এবাদত শেখের স্ত্রী মোমেনা বেগম থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত, মারধর ও খুনের চেষ্টার ধারায় মামলা রুজু হয় থানায়। অভিযোগে মোমেনা জানান, ৭ জুলাই বিকেলে তাঁর স্বামী বুথ পরিদর্শন করতে যান। সেই সময় আচমকা সিপিএমের লোকজন লাঠি, রড, টাঙি, হাঁসুয়া, বোমা, পিস্তল নিয়ে তাঁর স্বামীর উপর হামলা চালায়। রডের ঘায়ে তাঁর স্বামী জখম হন। বেলেমাঠ এলাকার বাসিন্দারা তাঁর স্বামীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement