গোপালবেড়া গ্রামে শোকাহত পরিজনেরা। —নিজস্ব চিত্র।
একই দড়ির ফাঁসে গাছে ঝুলছে এক যুগলের দেহ। সাতসকালে পড়শি দুই যুবক-যুবতীর দেহ এ ভাবেই উদ্ধার হল পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়াল এলাকায়। এর পিছনে আসল কারণ কী, তা জানতে পুলিশ তদন্তে নেমেছে।
পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম দীপঙ্কর রায় (২৪) এবং যুবতীর নাম নিরূপা রায় (২১)। শনিবার সকালে খণ্ডঘোষের গোপালবেড়া গ্রামে ধানক্ষেতের পাশে একটি গাছ থেকে যুগলের দেহ উদ্ধার করা হয়। তাঁদের গলায় একই দড়ির ফাঁস লাগানো ছিল।
তদন্তকারীরা জানিয়েছেন, দু’জনেই গোপালবেড়া গ্রামের বাসিন্দা। দুই পরিবারের বাড়িও পাশাপাশি। শনিবারই ওই দেহ দু’টি ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি, এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।
মৃতদের পরিবারের দাবি, যুবক-যুবতীর মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই জানেন না তাঁরা। তবে পুলিশের প্রাথমিক অনুমান, প্রণয়ঘটিত সম্পর্কের টানাপড়েনের জেরেই আত্মঘাতী হতে পারে ওই যুগল। যদিও এই ঘটনার পিছনে আসল কারণ কী, কেনই বা ওই যুগলের এমন মর্মান্তিক পরিণতি হল, তা খতিয়ে দেখছে পুলিশ।