দলিত সমাজের বিক্ষোভ। — নিজস্ব চিত্র।
পুলিশি অত্যাচারের অভিযোগ তুলে প্রতিবাদে আসানসোলে মিছিল দলিত সমাজের। লিখিত অভিযোগ জমা দিতে বললেন ডিসিপি (সদর)।
পুলিশি অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ আসানসোলের বিএনআর মোড় থেকে ভগৎ সিংহ মোড় পর্যন্ত হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ মিছিল করলেন দলিত সমাজের মানুষেরা। অভিযোগ, আসানসোলের বারাবনি গ্রামের ভিতর দিয়েই যাতায়াত করছে বড় বড় কয়লা ও বালি ভর্তি লরি। এই অতি ভারী লরি চলাচলের ফলে প্রতি মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে বাঁচতে হচ্ছে গ্রামবাসীদের। এই বিষয়ে প্রতিবাদ করলেই বিনা দোষে যখন তখন গ্রামের যুবকদের আটক করে থানায় নিয়ে যাচ্ছে বারাবনি থানার পুলিশ। বুধবার সন্ধ্যায় এলাকা থেকে কয়েক জনকে পুলিশ থানায় নিয়ে যায় বলে অভিযোগ গ্রামবাসীদের। তাঁদের দাবি, তাঁদের থানা থেকে নিঃশর্ত ছাড়তে হবে। পরে পুলিশের আশ্বাসে তারা বিক্ষোভ কর্মসূচি শেষ করেন।। ডিসিপি (সদর) অরবিন্দকুমার আনন্দ বলেন, ‘‘অভিযোগগুলি লিখিত আকারে আমাকে জমা দিলে আমি নিশ্চয়ই তদন্ত করে বিষয়টি পর্যালোচনা করব।’’