সিপিএম নেতাদের কাছে ক্ষোভ জানাচ্ছেন বাসিন্দারা। নিজস্ব চিত্র।
তল্লাশির নামে বেছে-বেছে সিপিএম কর্মী-সমর্থকদের বাড়িতে তাণ্ডবের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। মঙ্গলবার এ নিয়ে মহকুমাশাসকের কাছে স্মারকলিপি দেন দুর্গাপুরের কল্পতরু কলোনি বস্তি এলাকার সিপিএম কর্মীরা। পুলিশ যদিও তাণ্ডবের কথা মানতে চায়নি।
সোমবার সকালে পানীয় জল নিয়ে গোলমাল বাধে দুর্গাপুর পশ্চিম রেলগেট লাগোয়া ওই এলাকায়। রাস্তার ধারের কল থেকে জল কে আগে নেবে, তা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তৃণমূল এবং সিপিএমের সমর্থকেরা। মহিলা ও নাবালক-সহ দু’পক্ষের মোট ১১ জন জখম হয়ে হাসপাতালে ভর্তি হন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিপিএমের অভিযোগ, এর পরে রাতে এলাকায় তাদের কর্মী-সমর্থকদের বাড়িতে তল্লাশি চালাতে যায় পুলিশ।
এ দিন সকালে ওই এলাকায় যান সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার। তাঁকে ক্ষোভের কথা জানান বাসিন্দারা। তল্লাশির নামে রীতিমতো তাণ্ডব চালানো হয়েছে বলে অভিযোগ সিপিএম নেতা পঙ্কজবাবুর। তিনি বলেন, ‘‘পুলিশের ভয়ে এলাকা ছাড়া হয়েছেন পুরুষেরা। সেই সময় মহিলা পুলিশ ছাড়াই ঘরে ঢুকে বাড়ির মহিলাদের সামনে সব তছনছ করেছে পুলিশ।’’
পুলিশ যদিও তাণ্ডবের অভিযোগ উড়িয়ে দিয়েছে। মহকুমাশাসক (দুর্গাপুর) শঙ্খ সাঁতরা বাসিন্দাদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেন।