পদত্যাগ করলেন সিপিএমের এক উপপ্রধান। সোমবার বিডিও-র কাছে পদত্যাদপত্র জমা দে ভাতারের সাহেবগঞ্জ ২ পঞ্চায়েতের সাতকড়ি মাঝি নামে ওই উপপ্রধান। তাঁর দাবি, ব্যক্তিগত কারণেই পদ ছাড়ছেন তিনি।’’ ওই পঞ্চায়েতটি এখনও সিপিএমের দখলে। ১২ জন সদস্যের মধ্যে সিপিএমের আট জন। আর তৃণমূলের সদস্য চার। পঞ্চায়েত সূত্রের খবর, তৃণমূলে যোগ দেবেন বলেই পদ ছাড়ছেন সাতকড়িবাবু। তৃণমূলের তরফে তাঁকে চাপ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন অন্য সিপিএম সদস্যেরা। যদিও প্রকাশ্যে তা স্বীকার করছেন না কেউই। আবার তৃণমূলের তরফে তাঁর যোগ দেওয়ার কথা মেনেও নেওয়া হয়েছে। ভাতারের তৃণমূল নেতা মান গোবিন্দ অধিকারী জানান, সাতকড়িবাবু কিছুদিন আগেই তৃণমূলে যোগদান করবেন বলে জানিয়েছেন। সাতকড়িবাবু অবশ্য তা স্বীকার করেননি । তিনি জানিয়েছেন, স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।