হাজার মোটরবাইক নিয়ে মিছিল হবে, কযেক দিন ধরেই শহরে প্রচার করছে সিপিএম। আজ, রবিবার দুর্গাপুরে সেই মিছিলের আয়োজন করেছে তারা। কর্মীদের চাঙ্গা করতেই এই উদ্যোগ, দাবি দলের নেতাদের।
সম্প্রতি সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে অনেক নেতাই প্রশ্ন তোলেন, মারলে কে বাঁচাবে? আক্রান্ত হতে-হতে নেতা-কর্মীরা মনোবল হারিয়েছেন বলে দাবি করেন অনেকে। দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র অবশ্য বৈঠকে সাফ জানান, হামলা ও মামলার ভয় যাঁরা করবেন, তাঁদের আর দরকার নেই। রবিবার দুর্গাপুরে সিপিএমের ডাকে হাজার মোটরবাইক নিয়ে মিছিল শক্তি প্রদর্শনের পাশাপাশি দলের সাধারণ কর্মী-সমর্থকদের মনোবল বাড়াবে বলেই মনে করছেন দলের নেতারা।
সিপিএম জানায়, বিধানসভা ভোটের অনেক আগে থেকে দুর্গাপুর শহররক্ষার ডাক দিয়ে আন্দোলন চলছে ধারাবাহিক ভাবে। রবিবার শিল্প তৈরি, সময়ে পুরভোট, আইন-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবিতে বাইক-মিছিল করবে তারা। দলের দুর্গাপুর ২ পূর্ব জোনাল সম্পাদক পঙ্কজ রায় সরকার জানান, ডিভিসি মোড়ের কাছে বি-২ মাঠ থেকে মিছিল শুরু হবে। এমএএমসি, এবিএল, অমরাবতী, ফুলঝোড়, বিধাননগর, সগড়ভাঙা, বীরভানপুর হয়ে দুর্গাপুর স্টেশনে শেষ হবে। তাঁর অভিযোগ, ‘‘তৃণমূলের বাইক-বাহিনীর দাপটে আতঙ্কিত মানুষ। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বাইক মিছিল করে মানুষকে আস্থা জোগাতে চাই।’’ তৃণমূলের দুর্গাপুর জেলা সভাপতি উত্তম মুখোপাধ্যায়ের পাল্টা বক্তব্য, ‘‘সিপিএম মোটরবাইক নিয়ে আগে কী ভাবে মানুষকে তটস্থ করে রাখত, সবাই জানেন। তারা যে এখনও একই পথে হাঁটে, ফের প্রমাণ হবে।’’