পাসপোর্টের আবেদনে জেলার নাম নিয়ে বিভ্রান্তি

চার দিন আগে আনুষ্ঠানিক ভাবে জেলার নাম ঘোষণা করে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি নথিপত্রে লেখা হচ্ছে জেলার নাম ‘পশ্চিম বর্ধমান’।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৭ ০২:১১
Share:

চার দিন আগে আনুষ্ঠানিক ভাবে জেলার নাম ঘোষণা করে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি নথিপত্রে লেখা হচ্ছে জেলার নাম ‘পশ্চিম বর্ধমান’। কিন্তু বিভ্রান্তি দেখা দিয়েছে পাসপোর্টের আবেদনপত্র পূরণের সময়ে। সোমবার পর্যন্ত আবেদনপত্রে জেলার নাম লিখতে হয়েছে ‘আসানসোল’। এ নিয়ে বিভ্রান্ত নাগরিকেরা যোগাযোগ করছেন আসানসোলের পাসপোর্ট দফতরে। জেলার নাম কী লিখবেন, এই প্রশ্নে দফতরের কর্মী-আধিকারিকেরা নাজেহাল। দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বিলাস নস্কর অবশ্য জানান, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ‘আসানসোল’ই লিখতে হবে।

Advertisement

সোমবার সকালে আসানসোলের বড় ডাকঘরে পাসপোর্ট অফিসে এসেছিলেন উৎপল কর্মকার। তিনি বলেন, ‘‘আমার মেয়ের জন্য পাসপোর্টের আবেদনপত্র পূরণ করার সময়ে জানতে পারলাম, জেলার নাম আসানসোল লিখতে হবে। অথচ, আমাদের জেলার নাম তো পাল্টে গিয়েছে! বুঝতে পারছি না কী করব। আবেদন বাতিলের ভয়ে সকালেই ছুটে এসেছি।’’ তিনি একাই নন। এই সমস্যা নিয়ে এসেছিলেন আরও কয়েক জন। এ দিন যাঁরা আবেদন করতে এসেছিলেন তাঁদেরও জেলার নাম আসানসোল লিখতে হয়েছে।

আসানসোল পাসপোর্ট অফিসের ভারপ্রাপ্ত আধিকারিক বিলাসবাবু বলেন, ‘‘আমাদের কিছু করার নেই। কম্পিউটারে এখনও আসানসোলই উল্লেখ করা রয়েছে। এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়। তাঁরাই এ নিয়ে সিদ্ধান্ত নেবেন।’’ আসানসোলের মহকুমাশাসক প্রলয় রায়চৌধুরী জানান, নিজেদের কাজের সুবিধার জন্য পাসপোর্ট দফতরের আধিকারিকেরা কিছু পরিকল্পনা করেন। এটা সে রকম কোনও পরিকল্পনা হতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement