আরপিএফ-হকারদের খণ্ডযুদ্ধে উত্তপ্ত আসানসোল স্টেশন চত্বর

হকারদের আন্দোলন চলাকালীন আরপিএফ-এর লাঠিচার্জকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠল আসানসোল স্টেশন চত্বর। উত্তেজিত হকাররা আরপিএফকে লক্ষ্য করে পাথর ছোড়ে। ভাঙচুর চালানো হয় স্টেশন চত্বরেও। আরপিএফ এবং জিআরপির বিশাল বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৬ ১৭:২১
Share:

ভাঙচুরের পর এ ছবিই দেখা গিয়েছে স্টেশন চত্বরে। ছবি: শৈলেন সরকার।

হকারদের আন্দোলন চলাকালীন আরপিএফ-এর লাঠিচার্জকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠল আসানসোল স্টেশন চত্বর। উত্তেজিত হকাররা আরপিএফকে লক্ষ্য করে পাথর ছোড়ে। ভাঙচুর চালানো হয় স্টেশন চত্বরেও। আরপিএফ এবং জিআরপির বিশাল বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, গত তিন মাস ধরেই স্টেশন চত্বরে বসতে না দেওয়ার প্রতিবাদে আন্দোলন চালাচ্ছিল হকারদের একটি সংগঠন। মঙ্গলবার সকাল থেকেই আসানসোল স্টেশনের ৫ নম্বর প্লাটফর্মে অবস্থান বিক্ষোভে বসেছিল তৃণমূল পরিচালিত ওই হকার সংগঠনের সদস্যরা। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন প্রায় ৩০০ জন। বেলা দেড়টা নাগাদ হঠাৎই হকারদের জোড় করে উঠিয়ে দেওয়ার চেষ্টা করে আরপিএফ। লাঠিচার্জও করা হয়। আরপিএফের তাড়া খেয়ে হকাররা ছত্রভঙ্গ হয়ে ৭ নম্বর প্লাটফর্মে পালিয়ে যায়। সেখান থেকেই আরপিএফকে লক্ষ্য করে পাল্টা পাথর ছুড়তে থাকে তাঁরা। পাথরের আঘাতে আহত হন স্টেশনে দাঁড়িয়ে থাকা কয়েক জন রেলযাত্রী। উত্তেজিত হকাররা স্টেশনের ফ্যান, লাইট-সহ একটি সংরক্ষণ কাউন্টারেও ভাঙচুর চালায়। হকার সংগঠনের নেতা রাজু অহলুওয়ালিয়ার অভিযোগ, আরপিএফের লাঠিচার্জে তাঁদের ১৭ জন সদস্য আহত হয়েছেন। গুরুতর অবস্থায় এক জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement