ফাইল ছবি।
গরুপাচার কাণ্ডে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের সিবিআই হেফাজতের মেয়াদ বাড়ল। শুক্রবার সায়গলকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়। দু’পক্ষের সওয়াল জবাব শুনে বিচারক তাঁকে আরও এক সপ্তাহ সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেন।
শুক্রবার এজলাসে সায়গলের আইনজীবী সওয়াল করেন, সায়গল এক জন রাজ্য সরকারী কর্মী। সরকারি কর্মীদের এ ভাবে গ্রেফতার করা যায় না। তাই তাঁকে জামিন দেওয়া হোক। পাল্টা সিবিআইয়ের আইনজীবী সওয়াল করেন, সায়গলকে জেরা করে আরও একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা যাবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি সায়গলের আর কোথাও সম্পত্তি আছে কি না তা-ও খতিয়ে দেখার কাজ চলছে। তাই তাঁকে আরও ৭ দিন হেফাজতে পাওয়া প্রয়োজনীয়।
দু’পক্ষের সওয়াল শোনার পর বিচারক সিবিআইয়ের দাবি মেনে সায়গলকে আরও সাত দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন। ২৪ জুন তাঁকে আবার আদালতে পেশ করা হবে।