মহিলা কর্মীকে ‘কুপ্রস্তাব’ কাল্লায়

ইসিএলের কাল্লা হাসপাতালের এক মহিলা নিরাপত্তা কর্মী সোমবার সকালে হাসপাতালের চিফ মেডিক্যাল সুপারিন্টেন্ডেন্টের (সিএমএস) কাছে অভিযোগ করেন, হাসপাতালের এক নিরাপত্তা আধিকারিক তাঁকে ফোনে কুপ্রস্তাব দিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৯ ০৩:৩১
Share:

মহিলা কর্মীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে এক আধিকারিকের বিরুদ্ধে। সোমবার ইসিএলের কাল্লা হাসপাতাল চত্বর এ নিয়ে তেতে ওঠে। অভিযুক্তের অপসারণ চেয়ে বিক্ষোভ দেখান মহিলার সহকর্মীরা। অভিযুক্ত আধিকারিক অবশ্য এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। তবে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

Advertisement

ইসিএলের কাল্লা হাসপাতালের এক মহিলা নিরাপত্তা কর্মী সোমবার সকালে হাসপাতালের চিফ মেডিক্যাল সুপারিন্টেন্ডেন্টের (সিএমএস) কাছে অভিযোগ করেন, হাসপাতালের এক নিরাপত্তা আধিকারিক তাঁকে ফোনে কুপ্রস্তাব দিয়েছেন। লিখিত অভিযোগে মহিলা জানান, গত রবিবার তিনি হাসপাতালে দুপুরের পালিতে (শিফ্‌ট) কাজ করছিলেন। বিকেল ৪টে নাগাদ হঠাৎই তাঁকে ফোন করে অভিযুক্ত আধিকারিক কুপ্রস্তাব দেন। অভিযোগকারিণীর কথায়, ‘‘আমি প্রথমে থতমত খেয়ে যাই। তার পরে প্রতিবাদ করায় ওই আধিকারিক প্রাণে মেরে ফেলার হুমকি দেন ও চাকরি থেকে বরখাস্ত করে দেওয়ার ভয় দেখান।’’

সোমবার সকালে মহিলা অন্য সহকর্মীদের বিষয়টি জানালে বিক্ষোভ শুরু হয়। তাঁরা ওই নিরাপত্তা আধিকারিকের শাস্তি ও অপসারণ দাবি করেন। হাসপাতালের চিফ মেডিক্যাল সুপারিন্টেন্ডেন্ট বিদ্যুৎ গুহ বলেন, ‘‘অভিযোগ পেয়েছি। বিভাগীয় তদন্ত শুরু করেছি।’’ তিনি জানান, কর্মস্থলে মহিলাদের নিরাপত্তার বিষয়টি কড়া ভাবে দেখা হয়। এ ক্ষেত্রে ঠিক কী হয়েছে, তা এখনই বলা সম্ভব নয়। তবে তদন্ত শেষে অভিযোগ প্রমাণ হলে বিভাগীয় পদক্ষেপ করা হবে।

Advertisement

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত আধিকারিক সম্প্রতি সেনাবাহিনী থেকে অবসর নিয়ে কাল্লা হাসপাতালে এই পদে নিযুক্ত হয়েছেন। সোমবার সকালে তিনি কর্মস্থলে এলেও ঘটনাটি নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। হাসপাতাল সূত্রে জানা যায়, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। আসানসোল উত্তর থানার পুলিশ জানায়, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement