জেলার শিল্পাঞ্চলের তিনটি আসনে ইতিমধ্যেই প্রার্থী দিয়েছে কংগ্রেস। কিন্তু এখনও প্রার্থী ঘোষণা হয়নি কাটোয়া ও পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্রে। সিপিএম সূত্রে খবর, এর জেরে দলের কর্মীদের একাংশের মধ্যেই ক্ষোভ বাড়ছে। উল্টো দিকে তৃণমূল প্রার্থী তথা বিদায়ী মন্ত্রী স্বপন দেবনাথ জোরকদমে নেমে পড়েছেন প্রচারে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সিপিএম কর্মীর শঙ্কা, এর ফলে খানিকটা হলেও ব্যাকফুটে থেকে প্রচার শুরু করতে হবে তাঁদের।
সিপিএমের এক নেতা জানান, ১৪ মার্চ দলের জেলা নেতৃত্ব নির্বাচনী বৈঠকে বসেন। সেখানে পূর্বস্থলী দক্ষিণের নেতারা কবে প্রার্থী ঘোষণা হবে জানতে চান। জেলার নেতারা যদিও জানিয়ে দিয়েছেন, প্রার্থী দেওয়া নিয়ে রাজ্য নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের প্রার্থী ঘোষণার পর থেকেই প্রচারে নেমে পড়েছেন স্বপনবাবু। জোরকদমে চলছে দেওয়াল লিখন, পথসভা। প্রতিদিন সকালে এলাকায় ভোচ-প্রচার করতে দেখা যাচ্ছে স্বপনবাবুকে।
স্থানীয় কংগ্রেস কর্মীরা জানান, বেশ কয়েকটি জায়গায় আবার সিপিএমের পূর্বস্থলী পূর্ব জোনাল কমিটির সম্পাদক শাখাউত হোসেনকে প্রার্থী বলে দেওয়াল লিখন করা হয়েছে। জেলা কংগ্রেস সভাপতি আভাষ ভট্টাচার্য জানান, বিষয়টি নিয়ে তিনি সিপিএমের রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন। সিপিএমের পূর্বস্থলী জোনাল কমিটির সম্পাদক সুব্রত ভাওয়ালের দাবি, ‘‘আসন সমঝোতার ঘোষণার আগেই কিছু কর্মী দেওয়াল লিখেছিলেন। তা মুছে ফেলা হবে।’’
প্রার্থীর নাম কবে ঘোষণা হবে জানতে চাওয়া হলে অভাষবাবুর দাবি করেন, ‘‘নাম চূড়ান্ত হয়ে গিয়েছে। যে কোনও সময় নাম ঘোষণাও করা হবে।’’ প্রচার নিয়ে আশাবাদী সুব্রতবাবু। তাঁর কথায়, ‘‘আশা করি দ্রুত প্রার্থীর নাম ঘোষণা হবে। ঘোষণা হলেই প্রচার শুরু হবে।’’