কুকুরকে নির্যাতনের নালিশ

রাস্তার কুকুরদের প্রতি এক পরিবারের নৃশংস আচরণের অভিযোগ তুলে মহকুমা প্রশাসনের দ্বারস্থ হলেন দুর্গাপুরের সিটি সেন্টারের সেল কো-অপারেটিভ এলাকার বাসিন্দারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুর্গাপুর শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৬ ০০:০০
Share:

রাস্তার কুকুরদের প্রতি এক পরিবারের নৃশংস আচরণের অভিযোগ তুলে মহকুমা প্রশাসনের দ্বারস্থ হলেন দুর্গাপুরের সিটি সেন্টারের সেল কো-অপারেটিভ এলাকার বাসিন্দারা।

Advertisement

সোমবার ওই বাসিন্দারা অভিযোগ করেন, বরাবর ওই পরিবারটি রাস্তার কুকুরদের মারধর করে থাকে। এমনকী কুকুরের সদ্যোজাত বাচ্চারাও রেহাই পায় না। দিন কয়েক আগে একটি রাস্তার কুকুর তাদের বাড়িতে প্রসব করে। প্রথম দিন থেকেই বাচ্চাদের উপরে অত্যাচার শুরু হয়। পাশের বাড়ির বাসিন্দারা তাদের বাঁচাতে নিজেদের বাড়িতে নিয়ে যান। অভিযোগ, পাঁচিল টপকে পাশের বাড়িতে ঢুকে মা-কুকুর ও একটি বাচ্চাকে রক্তাক্ত করে যান ওই বাসিন্দা। আগে বেশ কিছু কুকুর ছানাকে পলিথিনে ভরে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগও রয়েছে পরিবারটির বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দারা গিয়ে সেগুলিকে উদ্ধার করেন। বাসিন্দাদের দাবি, রবিবার রাতে ফের কুকুরের বাচ্চাগুলিকে মারধর করা হয়। তখন প্রতিবাদ করায় কুকথা শুনতে হয় পাড়ার দুই মহিলাকে। এর পরেই সবাই মিলে প্রশাসনের কাছে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেন।

রাস্তার কুকুরদের নিয়ে কাজ করা পানাগড়ের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক তথা কেন্দ্রের ‘অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়া’র আধিকারিক চন্দন গুঁই বলেন, ‘‘এ ব্যাপারে আমার কাছে লিখিত অভিযোগ কেউ জানাননি।’’ তবে ‘অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়া’ সূত্রে জানা গিয়েছে, সিটি পুলিশ অ্যাক্ট, অ্যানিম্যাল প্রোটেকশন অ্যাক্টে মামলা দায়ের হবে পরিবারটির বিরুদ্ধে। যে ধরনের ঘটনার অভিযোগ উঠেছে তাতে খুন ও খুনের চেষ্টার ধারায় মামলা দায়ের হবে। মহকুমা শাসক শঙ্খ সাঁতরা বলেন, ‘‘অভিযোগপত্র আমি এখনও হাতে পাইনি। তা দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement