চিকিৎসকের বিরুদ্ধে টাকা চাওয়ার নালিশ

দুর্ঘটনায় আহতের চিকিৎসা করাতে এসে সরকারি হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ তুলল রোগীর পরিবার। শুক্রবার কাটোয়া হাসপাতালের সুপারের কাছে অভিযোগটি দায়ের করেন চূড়পুনীর বাসিন্দা ওই রোগীর বাবা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাটোয়া শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৭ ০১:১১
Share:

আহত স্বামীকে নিয়ে। নিজস্ব চিত্র

দুর্ঘটনায় আহতের চিকিৎসা করাতে এসে সরকারি হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ তুলল রোগীর পরিবার। শুক্রবার কাটোয়া হাসপাতালের সুপারের কাছে অভিযোগটি দায়ের করেন চূড়পুনীর বাসিন্দা ওই রোগীর বাবা। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন ওই দন্ত চিকিৎসক।

Advertisement

রোগীর পরিবার সূত্রে জানা যায়, বুধবার মোটরবাইকে চড়ে কেতুগ্রামের ঝামটপুরে মাসির বাড়িতে মেলা দেখতে গিয়ে রাস্তায় পড়ে মুখে গুরুতর চোট পান বছর আঠাশের কালী দাস। ওই দিনই কাটোয়া হাসপাতালে ভর্তি করিয়ে মুখের এক্স-রে করানো হয় তাঁর। আহতের স্ত্রী আতুসি দাসের অভিযোগ, বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ হাসপাতালের পুরুষ বিভাগে কালীবাবুর দাঁতে অস্ত্রোপচার করার জন্য কুড়ি হাজার টাকা চান দন্ত চিকিৎসক গিরিরাজ মণ্ডল। এ দিন হাসপাতালে দাঁড়িয়ে আতুসিদেবী বলেন, ‘‘ডাক্তারবাবু বললেন এই অস্ত্রোপচার কাটোয়া হাসপাতালে হবে না। আর উনি ছাড়া এই অস্ত্রোপচার কেউ করতেও পারবে না। শুক্রবার বর্হিবিভাগে স্বামীকে নিয়ে আসতে বলেছিলেন উনি।’’

হাসপাতালে সূত্রে জানা যায়, ওই চিকিৎসকের কথামতো এ দিন দুপুরে বর্হিবিভাগে কালীবাবুকে চিকিৎসা করাতে নিয়ে আসে তার পরিবার। অভিযোগ, দুপুর ১২টার মধ্যে দশ হাজার টাকা জমা দিতে বলেন ওই চিকিৎসক। আহতের বাবা বুদ্ধদেব দাসের অভিযোগ, ‘‘সোমবার অস্ত্রোপচারের পরে বাকি ১০ হাজার টাকা জমা দিতে বলেন ডাক্তারবাবু।’’ তাঁর দাবি, বিপিএল ও স্বাস্থ্যসাথী কার্ড থাকা স্বত্ত্বেও ডাক্তারবাবু টাকা চাইছিলেন। এরপরেই ওই চিকিৎসকের বিরদ্ধে সুপারের কাছে অভিযোগ জানান তাঁরা।

Advertisement

যদিও অভিযোগ উড়িয়ে গিরিরাজবাবু বলেন, ‘‘ওই যুবকের ম্যাক্সিলায় আঘাত লেগেছিল যার চিকিৎসা কটোয়া হাসপাতালে হয় না। তাই ওঁকে কলকাতায় অস্ত্রোপচারের পরামর্শ দিই। চিকিৎসার খরচ জানতে চাইলে ওখানে বিশ হাজার মতো খরচা লাগতে পারে বলে জানিয়েছিলাম।’’ আর কাটোয়া হাসপাতাল সুপার রতন শাসমল বলেন, ‘‘অভিযোগ এখনও পাইনি। পেলে উপযুক্ত ব্যবস্থা নেব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement