গেটে অবস্থান। নিজস্ব চিত্র।
ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবিতে সোমবার থেকে রানিগঞ্জের মঙ্গলপুরে কারখানার গেটে অবরোধ করে লাগাতার অবস্থান-বিক্ষোভ শুরু করেছে আইএনটিটিইউসি। বিক্ষোভের জেরে কারখানার ভিতরে থাকা বাকি শ্রমিক-কর্মী থেকে আধিকারিকেরা বেরোতে পারছেন না। কেউ ভিতরেও ঢুকতে পারছেন না।
বিক্ষোভকারীদের তরফে ওই কারখানার আইএনটিটিইউসি নেতা শ্যামল বাউরি অভিযোগ করেন, তাঁরা পুজোর বোনাসের দাবিতে দেড় মাস আগে আন্দোলন শুরু করেছিলেন। আন্দোলন চলাকালীনই হঠাৎ কারখানা কর্তৃপক্ষ আন্দোলনে যোগ দেওয়া প্রায় ৪৫ জন শ্রমিককে বিনা নোটিসে ছাঁটাই করেন। তার পরে আন্দোলন আরও তীব্র করা হয়। অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ বিক্ষোভ থামাতে শ্রমিকদের কাজে নেওয়ার আশ্বাস দেন। কিন্তু তাঁদের এখনও বহাল করা হয়নি। সোমবার সকাল ১০টা থেকে ফের ওই দাবিতেই কারখানার গেট অবরোধ করে বিক্ষোভ শুরু হয়।
কারখানা সূত্রের খবর, বিক্ষোভের জেরে কারখানার ভিতরে শ’তিনেক শ্রমিক-কর্মী। কারখানার অন্যতম কর্ণধার মণীশ অগ্রবাল বিষয়টি নিয়ে মন্তব্য করতে চাননি। তিনি শুধু জানান, বৈঠক চলছে।