ভেজাল তেল বিক্রির নালিশ, ক্ষোভ পাম্পে

তেলে ভেজাল রয়েছে অভিযোগ করে শনিবার পেট্রোল পাম্পে বিক্ষোভ দেখালেন স্থানীয় চাষিদের একাংশ। কাটোয়া-মালডাঙা রোডের উপর কুরচির এলাকার ঘটনা। বিক্ষোভকারীদের অভিযোগ, ওই পাম্পের তেল ব্যবহার করার জেরে নিয়মিত ট্রাক্টর ও চাষের বিভিন্ন প্রয়োজনীয় যন্ত্র বিগড়ে যাচ্ছে। শেষমেশ পেট্রোল পাম্প কর্তৃপক্ষের তরফে মুচলেকা দেওয়া হলে বিক্ষোভ ওঠে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাটোয়া শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৫ ০২:৩১
Share:

কাটোয়ার পেট্রোল পাম্পে বিক্ষোভ।

তেলে ভেজাল রয়েছে অভিযোগ করে শনিবার পেট্রোল পাম্পে বিক্ষোভ দেখালেন স্থানীয় চাষিদের একাংশ। কাটোয়া-মালডাঙা রোডের উপর কুরচির এলাকার ঘটনা। বিক্ষোভকারীদের অভিযোগ, ওই পাম্পের তেল ব্যবহার করার জেরে নিয়মিত ট্রাক্টর ও চাষের বিভিন্ন প্রয়োজনীয় যন্ত্র বিগড়ে যাচ্ছে। শেষমেশ পেট্রোল পাম্প কর্তৃপক্ষের তরফে মুচলেকা দেওয়া হলে বিক্ষোভ ওঠে। এ দিন সকালে মুলটি গ্রামের বাসিন্দা মোশাহার মেল্লা পাম্প থেকে প্রায় ২৫ লিটার ডিজেল কেনেন। তাঁর বক্তব্য, ‘‘তেলের রঙ দেখে সন্দেহ হওয়ায় পাম্পের অন্যতম পরিচালক গোপাল কুণ্ডুর কাছে অভিযোগ জানাই।’’ গোটা বিষয়টি চাউর হতেই অন্যান্য চাষিরাও পাম্পে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্থানীয় ট্রাক্টর চালক সাইদুল শেখ, সাহেব শেখ, আলতাব শেখরা অভিযোগ করতে থাকেন, ‘‘এই পাম্পের তেল ব্যবহার করার ফলে নিয়মিত ভাবে গাড়ির ইঞ্জিন বিকল হয়ে যাচ্ছে।’’ বিক্ষোভকারীদের দাবি, এর আগেও পাম্প কর্তৃপক্ষকে বিষয়টি নিয়ে বলা হলেও সুরাহা হয়নি। কুরচির বাসিন্দা বংশীধর মণ্ডলের অনুমান, ‘‘পাম্পে ডিজেলের সঙ্গে কেরোসিন ও অন্যান্য রাসায়নিক মেশানো হয়।’’ স্থানীয় বাসিন্দারা জানান, নতুনগ্রাম, সিঙ্গি, শ্রীবাটি, রোঁয়ারো-সহ প্রায় ১২টি গ্রামের মানুষ এই পাম্প থেকেই তেল কেনেন। বিক্ষোভ সামলাতে ঘটনাস্থলে আসে কাটোয়া থানার পুলিশ। তবে বিক্ষোভকারীদের তরফে এখনও কোনও অভিযোগ দায়ের করা হয়নি বলে পুলিশ জানিয়েছে। শেষমেশ গোপালবাবু ভবিষ্যতে ভেজাল তেল যাতে বিক্রি না হয়, সে বিষয়ে খেয়াল রাখবেন জানিয়ে মুচলেকা দেন। যদিও পরে তাঁর বক্তব্য, ‘‘চাষিদের দাবি মেনে মুচলেকা দিতে বাধ্য হয়েছি। আমরা নিয়ম মেনেই তেল বিক্রি করি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement