অবৈধ নির্মাণ নিয়ে বিক্ষোভ

নালা বুজিয়ে অবৈধ নির্মাণ তোলার অভিযোগে বৃহস্পতিবার আসানসোল পুরসভায় বিক্ষোভ দেখালেন ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের একাংশ। তাঁদের অভিযোগ, গাড়ুই নদী সংলগ্ন একটি বড় নালা বুজিয়ে অবৈধ নির্মান তোলা হচ্ছে। বাসিন্দারা জানান, বর্ষায় গাড়ুই নদীতে প্রচুর জল হয়। আশপাশের নালাগুলির জলও গিয়ে পড়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ২২ মে ২০১৫ ০১:৩৮
Share:

নালা বুজিয়ে অবৈধ নির্মাণ তোলার অভিযোগে বৃহস্পতিবার আসানসোল পুরসভায় বিক্ষোভ দেখালেন ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের একাংশ। তাঁদের অভিযোগ, গাড়ুই নদী সংলগ্ন একটি বড় নালা বুজিয়ে অবৈধ নির্মান তোলা হচ্ছে। বাসিন্দারা জানান, বর্ষায় গাড়ুই নদীতে প্রচুর জল হয়। আশপাশের নালাগুলির জলও গিয়ে পড়ে। এই অবস্থায় নালা বুজিয়ে দেওয়া হলে নিকাশি ব্যবস্থা ভেঙে পড়বে। বাসিন্দাদের আশঙ্কা, বর্যায় বাড়িতেও জল ঢুকে যেতে পারে। বাসিন্দারা এ দিন একটি স্মারকলিপিও জমা দেবেন বলে ঠিক করেন। কিন্তু পুরসভায় কোনও আধিকারিক না থাকায় জমা দিতে পারেননি। প্রশাসক বোর্ডের সদস্য তাপস বন্দ্যোপাধ্যায় এলাকায় গিয়ে খোঁজ নেবেন বলে আশ্বাস দিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement