arrest

লকডাউনের সুযোগ নিয়ে মদের কালোবাজারি, মেমারিতে পুলিশের জালে ৪

পুলিশ মেমারি শহরের দু'টি বাড়ি এবং দু'টি হোটেলে হানা দিয়ে বিপুল টাকার দেশি এবং বিদেশি মদ বাজেয়াপ্ত করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেমারি শেষ আপডেট: ২০ মে ২০২১ ২২:০২
Share:

উদ্ধার হওয়া মদের বোতল। নিজস্ব চিত্র

লকডাউনের সুযোগ নিয়ে মদের কালোবাজারি। ফোনে বরাত নিয়ে বাড়তি টাকার বিনিময়ে মদ পৌঁছে দেওয়া হচ্ছিল বাড়িতে। এই অভিযোগে পূর্ব বর্ধমান জেলার মেমারি থেকে ৪ যুবককে গ্রেফতার করল পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্তোষ দত্ত, অভিজিৎ দে, বিমল মণ্ডল এবং স্নেহাদ্রি বাঙাল নামে মেমারি শহরের ৪ যুবক চড়া দামে দেশি এবং বিজেশই মদ বিক্রি করছিল। তারা স্কুটিতে চড়ে বেশি টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় পৌঁছে দিচ্ছিল ওই মদ। এদের মধ্যে সন্তোষ এবং অভিজিৎ মেমারির বাসিন্দা। বিমলের বাড়ি হুগলি জেলার চন্দননগরে এবং স্নেহাদ্রির বাড়ি জামালপুরের আঝাপুরে। পুলিশ মেমারি শহরের দু'টি বাড়ি এবং দু'টি হোটেলে হানা দিয়ে বিপুল টাকার দেশি এবং বিদেশি মদ বাজেয়াপ্ত করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বাড়ি দু’টিতে আলমারির ভিতরে লুকিয়ে রাখা হয়েছিল মদের বোতল। ফোনের মাধ্যমে যোগাযোগ করে তারা মদের হোম ডেলিভারি করত বলে পুলিশের দাবি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement