বাচ্চার কান্নায় থমকাল ভিড়, বাঁচলেন বধূ

রাস্তায় একটি বাচ্চা ছেলে এক মহিলার আঁচল ধরে টানাটানি করছে আর কাঁদতে কাঁদতে বলছে, ‘মা তুমি যেও না’। মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ বর্ধমানের কৃষক সেতুর উপরে এমন দৃশ্য দেখে থমকে দাঁড়ান পথ চলতি মানুষজন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৬ ০১:০৪
Share:

রাস্তায় একটি বাচ্চা ছেলে এক মহিলার আঁচল ধরে টানাটানি করছে আর কাঁদতে কাঁদতে বলছে, ‘মা তুমি যেও না’। মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ বর্ধমানের কৃষক সেতুর উপরে এমন দৃশ্য দেখে থমকে দাঁড়ান পথ চলতি মানুষজন। মহিলার আঁচল ধরে বাচ্চার টানাটানি দেখে তাঁদের সন্দেহ হয়। পথচারীরা জড়ো হয়ে মহিলাকে সেতুর রেলিংয়ের পাশ থেকে টেনে আনেন। মহিলা কোনও প্রশ্নেরই উত্তর দিতে চাননি। কিন্তু, বছর ছয়েকের ছেলেটি বলে দেয়, তার মা বাড়িতে ঝগড়া করে নদীতে ঝাঁপ দিতে যাচ্ছে।

Advertisement

সে কথা শুনেই মহিলাকে আটকে রেখে খবর দেওয়া হয় পুলিশ। পুলিশ সূত্রের খবর, তাদের জিজ্ঞাসাবাদে ওই মহিলা স্বীকার করেন যে, তিনি পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী হওয়ার জন্যই নদীর দিকে। পুলিশ জানিয়েছে, ওই বধূর বাপের বাড়ি বর্ধমানের তেজগঞ্জে। তাঁর দু’টি বিয়ে। দু’পক্ষের দুই ছেলেমেয়ে। তাঁর প্রথম বার বিবাহ বিচ্ছেদ হয় কয়েক বছর আগে। পরে উত্তরপ্রদেশের বালিয়া জেলায় ফের বিয়ে হয়। কিন্তু, মাস ছয়েক আগে দ্বিতীয় স্বামীকেও ছেড়ে ছেলেকে নিয়ে বর্ধমানে চলে আসেন ওই বধূ। তেজগঞ্জেরই এক ব্যক্তিকে ফের তিনি বিয়ে করেন। পুলিশের কাছে ওই মহিলা জানিয়েচেন, সোমবার রাতে ওই ব্যক্তির সঙ্গে তাঁর তুমুল ঝগড়া হয়। তার জেরেই এ দিন তিনি আত্মহত্যা করতে যাচ্ছিলেন। বর্ধমান থানার পুলিশ জানিয়েছে, মহিলা একটু স্বাভাবিক হলেই বাপের বাড়ি অথবা শ্বশুরবাড়ি, যেখানে তিনি যেতে চান, সেখানে পৌঁছনোর ব্যবস্থা করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement