Asansol

একাধিক মদের দোকানে ডাকাতি, ৭ জনকে গ্রেফতার করল আসানসোল-দুর্গাপুর পুলিশ

ধৃতদের কাছ থেকে কয়েক লক্ষ টাকার মদ উদ্ধার হয়েছে। এ ছাড়াও কিছু নগদ টাকা ও কয়েকটি মোবাইল ফোন পাওয়া গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুন ২০২১ ১৬:০০
Share:

নিজস্ব চিত্র

কাধিক মদের দোকানে ডাকাতির ঘটনায় ৭ জনকে গ্রেফতার করল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। ধৃতদের কাছ থেকে কয়েক লক্ষ টাকার মদ উদ্ধার হয়েছে। এ ছাড়াও কিছু নগদ টাকা ও কয়েকটি মোবাইল ফোন পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন ডিসি সদর অংশুমান সাহা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ধৃতদের সঙ্গে আন্তঃরাজ্য পাচার চক্রের যোগ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। সেই জন্য তাদের আরও জিজ্ঞাসাবাদ করতে হেফাজতে নেওয়া হবে। গত বছর লকডাউনের সময় জেলায় ৭টি মদের দোকানে ও গুদামে ডাকাতি হয়েছিল। ওই ঘটনাগুলির সঙ্গে ধৃতদের যোগ আছে কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই মাদক পাচারের অভিযোগেও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। আগামী দিনে অভিযান চলবে বলে ডিসি সদর জানিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement