চোলাই বিক্রি করলেই জরিমানা ৫০ হাজার

শ’খানেক মহিলা একজোট হয়ে একটি সভা করেন। তাঁরা সিদ্ধান্ত নেন, গ্রামে কেউ চোলাই তৈরি বা বিক্রি করলে তার কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আউশগ্রাম শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৮ ০৩:০৩
Share:

চোলাইয়ের বিরুদ্ধে একজোট মহিলারা। ফাইল চিত্র।

চোলাই বন্ধে উদ্যোগী হলেন গ্রামের মহিলারাই। বুধবার আউশগ্রামের এড়াল পঞ্চায়েত এলাকার জয়রামপুরের শ’খানেক মহিলা একজোট হয়ে একটি সভা করেন। তাঁরা সিদ্ধান্ত নেন, গ্রামে কেউ চোলাই তৈরি বা বিক্রি করলে তার কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হবে। শুধু জরিমানা আদায় নয়, সেই ব্যক্তিকে গ্রামে থাকতেও দেওয়া হবে না। এ ছাড়াও সেই ব্যক্তির জবকার্ড বাতিল করা-সহ অন্যান্য সরকারি সুযোগ থেকে বঞ্চিত করার জন্য পঞ্চায়েত এবং ব্লকে আবেদন জানানো হবে বলেও জানানো হয়। পরে একটি মিছিলও করেন তাঁরা।

Advertisement

মা মনসা স্বনির্ভর গোষ্ঠী, ভবিষ্যৎ স্বনির্ভর দলের মতো ১২-১৩টি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই সভা ও মিছিলের নেতৃত্ব দেন। কল্পনা বাউরী, মানা বাগদী, মিতা ক্ষেত্রপালের মতো স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্রামে ১০-১২টি চোলাইয়ের ভাটি চলে। সেখান থেকে মদ খেয়ে গ্রামের পুরুষেরা পরিবারে অশান্তি করেন। এর ফলে কর্মক্ষমতা হারিয়ে ফেলছেন, এমনকি চোলাই খেয়ে কয়েকজন মারাও গিয়েছেন বলেও তাঁদের দাবি। তাঁদের দাবি, ‘‘বারবার বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হলেও সাময়িক বন্ধ থাকার পর ফের ভাটি চালু হয়ে যায়। তাই আমরা নিজেরাই উদ্যোগী হয়ে এরকম সিদ্ধান্ত নিয়েছি।” গ্রামে চোলাই কারবার চলার খবর যে দেবে তাঁকেও পুরস্কৃত করা হবে বলে তাঁদের দাবি।

এড়াল পঞ্চায়েতের বিদায়ী প্রধান উজ্জ্বল পাল বলেন, “ওই গ্রামে চোলাই নিয়ে একটা সমস্যা ছিল। দিন সাতেক আগে পুলিশ গিয়ে সে সব বন্ধ করে দিয়েছে।” উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement