পঞ্চান্ন দিনেই বিএ, বিএসসি ও বি কমের পার্ট ওয়ানের ফল প্রকাশ করল বারাসতের রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়। উপাচার্য বাসব চৌধুরী জানান, সোমবার বিকেল পাঁচটা থেকেই ওয়েবসাইট থেকে সমস্ত ছাত্রছাত্রীরা তাঁদের ফলাফল জানতে পারবেন। দু’দিন পর থেকে তাঁদের মার্কসিট দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ষাট হাজার। গত ৬ অক্টোবরে পরীক্ষা শেষ হয়। তিনটি বিভাগ মিলিয়ে অনার্স পাশ করেছেন ৭৭ শতাংশ, ও জেনারেল কোর্সে পাশের শতাংশ প্রায় ৯৩।