বাঁকুড়া থেকে সল্টলেক বাস চালু

বাঁকুড়া থেকে সরাসরি সল্টলেক যাওয়ার এসবিএসটিসি-র বাতানুকূল বাস পরিষেবা চালু হল। শুক্রবার বাঁকুড়া ডিপো থেকে এই বাস পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন বাঁকুড়ার জেলাশাসক উমাশংকর এস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বাঁকুড়া শেষ আপডেট: ২৩ জুন ২০১৮ ০১:১৮
Share:

নতুন পরিষেবা। শুক্রবার যাত্রার আগে বাঁকুড়ায়। নিজস্ব চিত্র

বাঁকুড়া থেকে সরাসরি সল্টলেক যাওয়ার এসবিএসটিসি-র বাতানুকূল বাস পরিষেবা চালু হল। শুক্রবার বাঁকুড়া ডিপো থেকে এই বাস পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন বাঁকুড়ার জেলাশাসক উমাশংকর এস। উপস্থিত ছিলেন এসবিএসটিসি-র ম্যানেজিং ডিরেক্টর গোদালা কিরণ কুমার, ওন্দার বিধায়ক অরূপ খান, বাঁকুড়ার বিধায়ক শম্পা দরিপা, রানিবাঁধের বিধায়ক জ্যোৎস্না মান্ডি, বাঁকুড়ার পুরপ্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত-সহ এসবিএসটিসির বিভিন্ন আধিকারিকেরা। এসবিএসটিসি-র বাঁকুড়া ডিপোর আধিকারিকেরা জানান, প্রতিদিন সকাল সাড়ে সাতটায় করুণাময়ী থেকে রওনা দিয়ে ১২টা ৪৫-এ বাঁকুড়ায় পৌঁছবে। দুপুর ৩টা ১৫ মিনিটে বাঁকুড়া ডিপো থেকে রওনা হয়ে রাত ৮টা ৪৫তে করুণাময়ীতে ফিরবে। পথে শুধু দুর্গাপুর রেলস্টেশন লাগোয়া বাসস্ট্যান্ড, সিটি সেন্টার এবং বর্ধমান বাসস্ট্যান্ডেই থামবে বাসটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement