‘গো ব্যাক’ স্লোগান তুলে বাবুলের মিছিলে হামলার অভিযোগ সিপিএমের বিরুদ্ধে

স্থানীয় সূত্রে জানা যায়, এ দিন বিকেলে চিত্তরঞ্জনের সীমজুড়িতে একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে সালানপুরের কালীতলা মোড় থেকে বাবুল সুপ্রিয়ের নেতৃত্বে বিজেপি-র মিছিলটি শুরু হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৯ ০৫:৫১
Share:

দেন্দুয়ায় অশান্তি। নিজস্ব চিত্র

কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়ের নেতৃত্বে আয়োজিত বিজেপি-র মোটরবাইক মিছিলে হামলার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। পাল্টা হামলার অভিযোগ করেছে সিপিএম। শুক্রবার বিকেলে সালানপুর থানার দেন্দুয়ার ঘটনা।

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, এ দিন বিকেলে চিত্তরঞ্জনের সীমজুড়িতে একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে সালানপুরের কালীতলা মোড় থেকে বাবুল সুপ্রিয়ের নেতৃত্বে বিজেপি-র মিছিলটি শুরু হয়। বিজেপি-র অভিযোগ, মিছিল দেন্দুয়ায় পৌঁছতেই একদল সিপিএম সদস্য, সমর্থক তাদের আটকান। স্লোগান ওঠে, ‘বাবুল সুপ্রিয় গো ব্যাক।’

এমন মন্তব্যের কারণ জানতে বাবুল সুপ্রিয় গাড়ি থেকে নামেন বলে জানান বিজেপি নেতারা। তার পরেই সিপিএম কর্মী, সমর্থকেরা বাবুল-সহ বিজেপি নেতা, কর্মীদের উপরে চড়াও হন বলে অভিযোগ। বিজেপি-র আরও অভিযোগ, গোলমাল চলাকালীন আচমকা কংগ্রেসের বেশ কয়েক জন সদস্য, সমর্থকও দলীয় পতাকা হাতে তেড়ে আসেন। পুলিশ সকলকেই দ্রুত সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাবুলের অভিযোগ, ‘‘কোনও প্ররোচনা ছাড়াই সিপিএম কালো পতাকা দেখিয়ে হামলা করেছে। হিন্দুস্তান কেব্‌লস কেন বন্ধ হয়েছে, তার জবাব চাইছিলেন ওঁরা। আমি ওদের বোঝানোর চেষ্টা করি। কিন্তু কিছু না শুনেই ওঁরা হামলা চালান।’’

Advertisement

আরও পড়ুন: বিধায়কের ভাইপোর মিল থেকে উদ্ধার চোরাই কাঠ

যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছেন সিপিএম নেতৃত্ব। দলের জেলা কমিটির সদস্য নুরুল ইসলাম জানান, আগামী ৮ ও ৯ জানুয়ারি ধর্মঘটের সমর্থনে মিছিলের প্রস্তুতি নিতে তাঁরা এ দিন দেন্দুয়ায় দলীয় কার্যালয়ে গিয়েছিলেন। অভিযোগ, বিজেপি-র মিছিলটি এলাকা দিয়ে যাওয়ার সময়ে কয়েক জন সিপিএম নেতা, কর্মীদের উপরে চড়াও হন। নুরুলের অভিযোগ, ‘‘কোনও প্ররোচনা ছাড়াই হামলা করে বিজেপি। আমিও মার খেয়েছি।’’ ঘটনার খবর পেয়ে এলাকায় যান সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পার্থ মুখোপাধ্যায়। তাঁর কথায়, ‘‘দলীয় নেতা, কর্মীদের উপরে আক্রমণ মানা হবে না। থানায় অভিযোগ দায়ের করব।’’ প্রদেশ কংগ্রেস সদস্য প্রসেনজিৎ পুইতুন্ডি বলেন, ‘‘ধর্মঘটের সমর্থনে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলাম। হামলার অভিযোগ মিথ্যা।’’ যদিও সিপিএমের পাল্টা হামলার অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতৃত্ব।

আরও পড়ুন: কর্মীদের হাজিরার নির্দেশ, ধর্মঘট রুখতে তৈরি প্রশাসন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement