যৌন হয়রানি রুখতে স্কুল-কলেজ পড়ুয়াদের জন্য সচেতনতা শিবিরের আয়োজন করছে সাঁকরাইল পঞ্চায়েত সমিতি। আজ, বুধবার প্রথম শিবিরটি হবে সাঁকরাইল বালিকা বিদ্যালয় ক্যাম্পাসে।
ব্লক প্রশাসন সূত্রে খবর, সম্প্রতি রাজ্য সরকার প্রতিটি ব্লকেই স্কুল-কলেজ পড়ুয়াদের নিয়ে এই ধরনের আলোচনা শিবির করার নির্দেশ দিয়েছে। সেই অনুযায়ী সাঁকরাইল ব্লকের ৪টি স্কুল এবং একটি কলেজে সচেতনতা শিবির হবে। শিবিরগুলির নাম দেওয়া হয়েছে ‘সামাজিক সুরক্ষা সচেতনতা শিবির’। আয়োজক রাজ্য সরকারের শিশু বিকাশ, নারী উন্নয়ন ও সমাজ কল্যাণ দফতর। সহযোগিতায় সাঁকরাইল পঞ্চায়েত সমিতি। শিবিরগুলিতে উপস্থিত থাকবেন বিচার বিভাগ ও মানবাধিকার কমিশনের কর্তারা। এ ছাড়াও অঙ্গনওয়াড়ি কর্মী, আশাকর্মী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরাও থাকবেন। আলোচনায় সময় পুতুল নাচের মাধ্যমে বিভিন্ন বিষয় তুলে ধরা হবে।
বিডিও প্রসেনজিৎ ঘোষ বলেন, ‘‘প্রতিটি স্কুলে ২ ঘণ্টা করে আলোচনা হবে। স্কুল-কলেজের বাইরে প্রতিটি পঞ্চায়েত এলাকাতেও আলাদা করে শিবির হবে। যৌন হেনস্তার শিকার হলে ছাত্র-ছাত্রীরা কোন পথে আইনি পদক্ষেপ করতে পারবে, সেই বিষয়গুলির উপর আলোকপাত করা হবে শিবিরগুলিতে।’’
ডোমজুড় ব্লক প্রশাসনের পক্ষ থেকেও ওই শিবির হবে। বি়ডিও তমোঘ্ন কর জানান, নারী ও শিশু নির্যাতন, নারী পাচার, বাল্য বিবাহ রোধ নিয়ে পোস্টার লাগানো হয়েছে। চলতি মাসের শেষ দিকে ব্লকের প্রতিটি স্কুল থেকে দু’জন করে ছাত্রীকে নিয়ে ব্লক অফিসে দু’দিন আলোচনাসভার আয়োজন করা হবে। ডোমজুড় আজাদ হিন্দ কলেজেও শিবির হবে।
এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ডোমজুড়ের বাসিন্দা সাহিত্যিক উল্লাস মল্লিক। তাঁর কথায়, ‘‘গ্রামীণ এলাকায় বসবাসের কারণে জানি যৌন হয়রানির শিকার হয়েও শিশুরা ভয়ে চুপ করে থাকে। অনেক সময় তারা বিষয়টি বুঝতেও পারে না। কন্যা সন্তান হলে অনেক শিক্ষিত পরিবারেও শোকের পরিবেশ তৈরি হতে দেখেছে। তবে এক দিনের শিবিরে কতখানি সচেতনতা তৈরি করা যাবে সেই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।’’