অবশেষে নয়া স্থায়ী উপাচার্য কল্যাণীতে

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হচ্ছেন শঙ্কর ঘোষ। বর্তমানে তিনি অসম বিশ্ববিদ্যালয়ের স্কুল অব লাইফ সায়েন্সের ডিন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৬ ০৩:১৭
Share:

শঙ্কর ঘোষ

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হচ্ছেন শঙ্কর ঘোষ। বর্তমানে তিনি অসম বিশ্ববিদ্যালয়ের স্কুল অব লাইফ সায়েন্সের ডিন।

Advertisement

উচ্চশিক্ষা দফতর সূত্রে খবর, উপাচার্য হিসাবে তাঁর নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় সম্মতি দিয়েছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। কলকাতার ছেলে শঙ্করবাবু বড় হয়েছেন রাণাঘাটে। পড়াশুনো করেছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে এবং বোস ইনস্টিটিউট থেকে পিএইচডি করেছেন। এরপরে বেশ কিছুদিন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গবেষণার কাজ করেছেন। ২০০৯ সালে তিনি অসম বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। রবিবার শঙ্করবাবু জানান, উপাচার্য হিসাবে তাঁর মূল কাজ হবে আরও বেশি সংখ্যক পড়ুয়াদের গবেষণামুখী করে তোলা।

প্রসঙ্গত, গত কয়েক বছর বারবার কল্যাণী বিশ্ববিদ্যালয় বিভিন্ন মহলের বিক্ষোভে অশান্ত হয়ে ওঠে। এইসব ঘটনায় জেরবার তৎকালীন উপাচার্য রতনলাল হাংলু আচার্য তথা রাজ্যপালের কাছে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন এবং শেষ পর্যন্ত তিনি পদত্যাগ করেন। হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় থেকে এসেছিলেন হাংলু। তিনি পুরো মেয়াদ কাজ করতে পারেননি। এরপরে অস্থায়ী উপাচার্য হিসাবে আনা হয়েছিল উচ্চশিক্ষা সংসদের তৎকালীন ভাইস চেয়ারম্যান মলয়েন্দু সাহাকে। সার্চ কমিটি তৈরি করে স্থায়ী উপাচার্যের খোঁজ শুরু হয়। শেষ পর্যন্ত স্থায়ী উপাচার্য হিসাবে দায়িত্ব নেবেন শঙ্করবাবু।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement