Ashok Bhattacharya

পুর-দায়িত্ব থেকে অপসারিত অশোক, শিলিগুড়ির নতুন পুর প্রশাসক গৌতম দেব

অশোকের বক্তব্য, ‘‘গৌতম দেব হেরে গিয়েছেন। তবে সে সব নিয়ে আমি মন্তব্য করতে চাই না। আমি হেরে গিয়েছি বলে আর প্রশাসকের পদে বসতে চাই না।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মে ২০২১ ১৮:১০
Share:

অশোক ভট্টাচার্য এবং গৌতম দেব। ফাইল চিত্র

শিলিগুড়ি পুর নিগমের প্রশাসক পদ থেকে অপসারিত অশোক ভট্টাচার্য। তাঁর জায়গায় দায়িত্ব পেলেন তৃণমূল নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। তাঁকে মাথায় রেখে চার সদস্যের নতুন পুরবোর্ড গঠন করেছে রাজ্য সরকার।

Advertisement

গৌতম দেব বলেন, ‘‘আমি নিয়োগপত্র পেয়েছি। আগামীকালই শিলিগুড়ি পুরসভার আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসব। আমার প্রথম কাজ হচ্ছে কোভিড নিয়ন্ত্রণ।’’

অন্য দিকে, অশোক ভট্টাচার্য বলেন, ‘‘আমি হেরে গিয়েছি। তাই পদে থাকতে চাই না, এটা ঠিক।’’ সঙ্গে যোগ করেন, ‘‘কিন্তু কলকাতায় আগে প্রশাসক ছিলেন ফিরহাদ হাকিম। এ বার তাঁকেই দায়িত্ব দেওয়া হল। তা হলে শিলিগুড়ির ক্ষেত্রে সমতা থাকবে না কেন? অর্ডার একই রকম হওয়ার কথা। আমার সঙ্গে কোনও আলোচনা হয়নি।’’

Advertisement

এরপরই অশোকের বক্তব্য, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় হেরে মুখ্যমন্ত্রী হয়েছেন। গৌতম দেবও হেরে গিয়েছেন। তবে সে সব নিয়ে আমি মন্তব্য করতে চাই না। আমি হেরে গিয়েছি বলে আর প্রশাসকের পদে বসতে চাই না।’’

বিজেপি বিধায়ক শংকর ঘোষ বলেন, ‘‘এই সিদ্ধান্ত অনৈতিক। যাঁরা পরাজিত হয়েছেন, তাঁদের প্রশাসক পদে বসানো হল। মানুষ এর বিচার করবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement