Asha Worker

Asha Workers: দাবি নিয়ে পথে, সরব আশা-কর্মীরা

‘পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়নে’র ডাকে শুক্রবার করুণাময়ী মোড় থেকে মিছিল শুরু হলে পুলিশ আটকে দেয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২২ ০৭:১০
Share:

ফাইল চিত্র।

স্বাস্থ্য ভবনে আশা-কর্মীদের দাবি জানাতে যাওয়া ঘিরে উত্তেজনা ছড়াল বিধাননগরে। মোট ১৬ দফা দাবি নিয়ে সিটু অনুমোদিত ‘পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়নে’র ডাকে শুক্রবার করুণাময়ী মোড় থেকে মিছিল শুরু হলে পুলিশ আটকে দেয়। বচসার পরে সংগঠনের রাজ্য সম্পাদক সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এনআরএইচএম-এর অধিকর্তার কাছে দাবি জানাতে যাবেন বলে ঠিক হয়। অধিকর্তা রাজি থাকলেও পুলিশ বাধা দিয়েছে বলে সংগঠনের অভিযোগ। বিধাননগরে এ দিনের কর্মসূচিতে ছিলেন সিটুর রাজ্য সভাপতি সুভাষ মুখোপাধ্যায়, মধুমিতা বন্দ্যোপাধ্যায়, মধুজা সেন রায়, অভিজিৎ কোনারেরা। শেষ পর্যন্ত বেশ কয়েকটি দাবির অবিলম্বে মীমাংসা হবে বলে আশ্বাস পেয়েছেন স্বাস্থ্যকর্মীরা। তার মধ্যে কোভিড পরিস্থিতিতে আশা কর্মীদের জন্য কেন্দ্রের বরাদ্দ করা ১০০০ টাকা ‘ঝুঁকি ভাতা’র পুরো অর্থ স্বাস্থ্য ভবন থেকে ছেড়ে দেওয়া হলেও কেন কর্মীরা পুরো টাকা পাননি, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সরকারি তরফে তাঁদের জানানো হয়েছে। সরকারি নিয়ম মেনে বোনাসের দাবিও করেছেন স্বাস্থ্যকর্মীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement