— প্রতীকী চিত্র।
রাজ্যে ভোট এগিয়ে আসতেই ফের পাহাড় সমস্যা সমাধানে তৎপর হল কেন্দ্র। স্বরাষ্ট্র সূত্রের মতে, আগামিকাল দিল্লিতে পাহাড় তথা গোর্খাদের সমস্যা সমাধানে একটি ত্রিপাক্ষিক বৈঠকের ডাক দেওয়া হয়েছে। ওই বৈঠকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা ও দার্জিলিঙের বিধায়ক নীরজ জিম্বা।
যদিও গোড়া থেকেই ওই বৈঠকটি ত্রিপাক্ষিক কি না, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ বৈঠক সংক্রান্ত পাঠানো চিঠিতে কোথাও ত্রিপাক্ষিক বৈঠকের উল্লেখ নেই। পাশাপাশি রাজ্য সরকারের কোনও প্রতিনিধি ওই বৈঠকে যোগ দেবেন কি না, তা নিয়ে রাত পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। সূত্রের মতে, বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পরিবর্তে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।
স্বরাষ্ট্র সূত্রের মতে, গোর্খাদের সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে ওই বৈঠক ডাকা হয়েছে। তবে বৈঠকের বিষয়বস্তুতে কোথাও গোর্খাল্যান্ড শব্দটির উল্লেখ নেই। পাহাড়ের ১২টি জনজাতিকে তফসিলি জনজাতির মর্যাদা দেওয়ার দাবি দীর্ঘদিনের। সূত্রের মতে, কালকের বৈঠকে সেই বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। তা ছাড়াও দার্জিলিং-সহ উত্তরবঙ্গের একাধিক পরিকাঠামোগত প্রকল্প বকেয়া রয়েছে দীর্ঘ দিন। বৈঠকে সেগুলি নিয়ে আলোচনা হওয়ারও কথা রয়েছে। কিন্তু যে ভাবে সব পক্ষের পরিবর্তে বেছে বেছে কিছু ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে, তাতে পাহাড়ের সমস্যা মেটাতে কেন্দ্র আদৌ কতটা আন্তরিক, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তৃণমূল নেতৃত্বের মতে, ভোটের আগে এ হল পাহাড়কে অশান্ত করার কেন্দ্রীয় ছক।