আসানসোলে প্রসার ভারতীর কেন্দ্র। —নিজস্ব চিত্র।
শান্তিনিকেতন, খড়গপুর, শিলিগুড়িতে যে সুযোগ রয়েছে, আসানসোলে তা নেই।—দীর্ঘদিন ধরে এমনই আক্ষেপ শিল্পীদের। তাঁদের দীর্ঘদিনের দাবি, আসানসোলের বেতার কেন্দ্র থেকে প্রসার ভারতীর অনুষ্ঠানের সম্প্রচার করা হোক। এই দাবিপূরণেই এ বার পদক্ষেপ করছে রাজ্য সরকার।
কলকাতার পরে শান্তিনিকেতন, খড়্গপুর ও শিলিগুড়িতে প্রসার ভারতীর বেতার কেন্দ্র রয়েছে। ওই কেন্দ্রগুলি থেকে সংশ্লিষ্ট এলাকার শিল্পীদের অনুষ্ঠান সম্প্রচার করা হয়। আসানসোলেও এমন অনেক শিল্পী রয়েছেন, যাঁরা বহু বছর ধরে কলকাতায় এসে বেতারে অনুষ্ঠান করছেন। অনেকে আবার দূরত্বের কারণে মাঝপথেই সাংস্কৃতিক চর্চা বন্ধ করে দিতে বাধ্য হন। এক সময় বেতারে নিয়মিত ভাবে আসানসোলের বাসিন্দা, শিল্পী মলয় সরকারের গিটারের সুর শোনা যেত। তাঁর দাবি, ‘‘শহরে বেতার কেন্দ্রটি গড়ে ওঠার পরে সেখান থেকে স্থানীয় শিল্পীদের অনুষ্ঠান সম্প্রচারের জন্য বারবার দাবি জানানো হলেও লাভ হয়নি।’’
প্রশাসনের সূত্রে খবর, এই দাবির কথা মাথায় রেখেই আসানসোলের বেতার কেন্দ্র থেকে প্রসার ভারতীর অনুষ্ঠান সম্প্রচার করার বিষয়টি নিয়ে বিভিন্ন পর্যায়ে তদ্বির করা হচ্ছে বলে দাবি মন্ত্রী মলয় ঘটকের। তাঁর আশা, ‘‘স্থানীয় শিল্পীরা অনুষ্ঠান পরিবেশন করার সুযোগ পেলে শিল্পাঞ্চলের বাসিন্দাদের মধ্যে বেতার শোনার আগ্রহ বাড়বে। নতুন প্রতিভাও উঠে আসবে।’’
সরকারের এমন উদ্যোগে খুশি এলাকার শিল্পীরাও। শহরের শিল্পীদের নিয়ে বিভিন্ন জায়গায় গানের আসরে মাতেন শিল্পী মাধব অধিকারী। তাঁর দাবি, ‘‘শিল্পাঞ্চলে অনেক ভাল মানের শিল্পী রয়েছেন। এই উদ্যোগ সফল হলে সেই শিল্পীরা উপযুক্ত মঞ্চ পাবেন।’’ একই কথা বলেছেন এক সময়ের নামী বেতার শিল্পী শর্বরী সেনশর্মা। তিনি জানান, দীর্ঘদিন ধরে কলকাতায় গিয়ে অনুষ্ঠান করতে হয়েছে। আসানসোলেই সেই সুযোগ মিললে শিল্পীদের ঝক্কি অনেক কম হবে। দু’দশকেরও বেশি সময় ধরে বেতারে সম্প্রচারিত বিভিন্ন অনুষ্ঠানে যন্ত্র-সঙ্গত দিচ্ছেন স্থানীয় বাসিন্দা সাধন মুখোপাধ্যায়। তিনি জানান, দীর্ঘদিন ধরেই স্থানীয় শিল্পীদের নিয়ে একটি সংগঠন তৈরি করে তাঁরা এই দাবি জানিয়ে এসেছেন। শেষ পর্যন্ত মন্ত্রী উদ্যোগী হওয়ায় খুশি তিনি।
তবে সরকার উদ্যোগী হলেও এখনই স্থানীয় শিল্পীদের নিয়ে অনুষ্ঠান শুরুর কোনও পরিকল্পনা নেই বলে আসানসোল বেতারকেন্দ্র সূত্রে খবর। ওই কেন্দ্রের আধিকারিক মুক্তার আহমেদ জানান, অনুষ্ঠান সম্প্রচারের বিষয়টি তাঁর এক্তিয়ারের মধ্যে পড়ে না। তাই এ বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না।