West Bengal health department

ওষুধের তালিকা না কমানোর আর্জি

স্বাস্থ্য দফতর নির্দেশিকা জারি করে মহকুমা ও স্টেট জেনারেল হাসপাতালগুলোতে সরবরাহ করা জরুরি ওষুধের তালিকা ৬৪৪ থেকে কমিয়ে ৩৬১ করে দিয়েছে

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২২ ১৮:৫৩
Share:

ফাইল চিত্র।

রাজ্যে মহকুমা ও স্টেট জেনারেল হাসপাতালগুলিতে অত্যাবশক ওষুধের সরবরাহ স্বাভাবিক রাখার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল এসইউসি। সম্প্রতি রাজ্যের স্বাস্থ্য দফতর নির্দেশিকা জারি করে মহকুমা ও স্টেট জেনারেল হাসপাতালগুলোতে সরবরাহ করা জরুরি ওষুধের তালিকা ৬৪৪ থেকে কমিয়ে ৩৬১ করে দিয়েছে। ক্যান্সার, ডায়াবেটিস, নিউমোনিয়া-সহ বহু গুরুত্বপূর্ণ রোগের চিকিৎসার জন্য প্রয়োজনীয় একাধিক ওষুধ এবং একই ওষুধের বিভিন্ন ডোজ় তালিকা থেকে বাদ গিয়েছে। এসইউসি-র রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে বলেছেন, প্রাথমিক ও ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও গ্রামীণ হাসপাতালে পাঠানো ওষুধের তালিকা কমানো হয়েছে। মধ্যবর্তী ও প্রাথমিক স্তরের হাসপাতালে ওষুধের সংখ্যা কমিয়ে দেওয়ার ফলে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা ক্ষতিগ্রস্ত হবে এবং শহরের রেফারেল হাসপাতালগুলিতে আরও চাপ বাড়বে। জরুরি ওষুধ কমানোর সরকারি নির্দেশিকা কমানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement