ফাইল চিত্র।
কার্যত লকডাউনের মধ্যে দিনভর নানা জায়গায় খাবার পৌঁছে দিতে দৌড়ে বেড়াচ্ছেন ফুড ডেলিভ্যারি অ্যাপের ডেলিভারি কর্মীরা। কোভিড পরিস্থিতিতে তাঁদের সকলের কাছে পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জামও নেই। তাঁদের পাশে দাঁড়াতে এগিয়ে এল ‘কলকাতা ওলা-উব্র অ্যাপ ক্যাব অপারেটর্স অ্যান্ড ড্রাইভার্স ইউনিয়ন’। সিটু প্রভাবিত ওই সংগঠনের তরফে রবিবার পার্ক সার্কাস ও কসবা এলাকায় প্রায় ১০০ জন ফুড ডেলিভারি কর্মীকে মাস্ক, স্যানিটাইজ়ার, হেড ক্যাপ, গ্লাভ্স দেওয়া হল। সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সিটু নেতৃত্বের বক্তব্য, ডেলিভার কর্মীদের সংখ্যা এখন বিপুল এবং অ্যাপ ক্যাব সংগঠনের সাধ্য সীমিত। তার মধ্যেই কোভিড-যুদ্ধে যথাসম্ভব সহায়তা ও সহমর্মিতার হাত বাড়ানো হবে, রাস্তায় ‘পুলিশি জুলুমের’ বিরুদ্ধেও একসঙ্গে লড়াই চলবে।