Aparajita Goppi

প্রয়াত ফরওয়ার্ড ব্লকের প্রবীণ নেত্রী ও প্রাক্তন বিধায়ক অপরাজিতা

অপরাজিতাদেবী ছিলেন ফ ব-র মহিলা সংগঠন অগ্রগামী মহিলা সমিতির সর্বভারতীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন। প্রয়াত অশোক ঘোষের রাজনৈতিক সহকর্মী হিসেবে দীর্ঘ দিন কাজ করেছেন তিনি, অগ্রগামী মহিলা সমিতির রাজ্য সংগঠনেরও নেত্রী ছিলেন বহু দিন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২০ ০৩:৪৪
Share:

—ফাইল চিত্র।

প্রয়াত হলেন ফরওয়ার্ড ব্লকের প্রবীণ নেত্রী ও প্রাক্তন বিধায়ক অপরাজিতা গোপ্পী (৮৯)। করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। দু’দিন আগে তাঁর কোভিড পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছিল। চন্দননগরের একটি বেসরকারি হাসপাতালে সোমবার মৃত্যু হয় তাঁর।

Advertisement

অপরাজিতাদেবী ছিলেন ফ ব-র মহিলা সংগঠন অগ্রগামী মহিলা সমিতির সর্বভারতীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন। প্রয়াত অশোক ঘোষের রাজনৈতিক সহকর্মী হিসেবে দীর্ঘ দিন কাজ করেছেন তিনি, অগ্রগামী মহিলা সমিতির রাজ্য সংগঠনেরও নেত্রী ছিলেন বহু দিন। পুরুলিয়ায় অযোধ্যা পাহাড়কে কেন্দ্র করে বাঘমুণ্ডি অঞ্চলে দলের সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা ছিল। কোচবিহার বিধানসভা কেন্দ্র থেকে তিন বার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি। করোনা-বিধি মেনে সৎকারের আগে এ দিন অপরাজিতাদেবীর মরদেহে শ্রদ্ধা জানান ফ ব-র রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়। শোকপ্রকাশ করেছেন দলের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement