নিয়ম অনুযায়ী ফল বেরোনোর পরে অন্তত ছ’মাস পরীক্ষার খাতা রেখে দিতে হয়। কিন্তু সেই নিয়ম ভেঙে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশের আগেই উত্তরপত্র বিক্রির অভিযোগ উঠল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিরুদ্ধে।
সংসদ সূত্রের খবর, উচ্চ মাধ্যমিকে এ বার ২০ নম্বরের প্রজেক্টের পরীক্ষা নেওয়া হয়েছিল। ওই প্রজেক্টের উত্তরপত্রই বিক্রি করা হয়েছে বলে অভিযোগ। ফল ঘোষণার পরে কমপক্ষে ছ’মাস উত্তরপত্র সংরক্ষণ করা তো সংসদেরই নিয়ম। তা হলে প্রজেক্টের খাতার ক্ষেত্রে সেই নিয়ম ভাঙা হল কেন?
সংসদের সভানেত্রী মহুয়া দাস খাতা বিক্রির অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘‘নিয়মের বাইরে গিয়ে উত্তরপত্র বিক্রি করার কোনও প্রশ্নই ওঠে না।’’
যদিও অশোক দাস নামে এক ব্যক্তির দাবি, তাঁর কাছেই উত্তরপত্র বিক্রি করা হয়েছে। ‘‘তবে শর্ত দেওয়া হয়েছে, ছ’মাসের আগে আমি যেন কোনও ভাবেই সেগুলি হস্তান্তর না-করি,’’ বলেন অশোকবাবু।