বর্মাকে আবার সরাল নবান্ন

এটিআই-এর অধিকর্তা চন্দন সিংহকে স্টেট গেজেটিয়ারের সম্পাদক করা হয়েছে। পদটির কোনও গুরুত্বই নেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ জুন ২০১৯ ০৩:০৭
Share:

ছবি: সংগৃহীত।

প্রাণিসম্পদ বিকাশ দফতরের সচিব অনিল বর্মাকে সরিয়ে দিল নবান্ন।

Advertisement

পশু চিকিৎসকেরা তাঁর বিরুদ্ধে দফতরেই পোস্টার দিয়েছিলেন। জুলাইয়ে তাঁর ‘স্বেচ্ছাচারিতা’র বিরুদ্ধে অবস্থান-বিক্ষোভে বসারও পরিকল্পনা করেছিলেন। এর আগে স্বাস্থ্য দফতরে থাকার সময় সরকারি চিকিৎসকেরা তাঁর বিরুদ্ধে সরব হয়েছিলেন। কারণ, চিকিৎসকদের সপ্তাহে ৪২ ঘণ্টা হাসপাতালে থাকার নির্দেশ জারি করেছিলেন বর্মা। এ বার পশু চিকিৎসকদের একের পর এক সরকারি প্রকল্পে শামিল করতে চেয়ে চাপ দিচ্ছিলেন তিনি। তাই আন্দোলনে নামার হুমকি দেন পশু চিকিৎসকেরা। সরকার তাঁকে প্রশাসনিক প্রশিক্ষণ কেন্দ্র (এটিআই)-এর ডিরেক্টর জেনারেল পদে বদলি করেছে। তাঁর জায়গায় আসছেন বিপি গোপালিকা। এটিআই-এর অধিকর্তা চন্দন সিংহকে স্টেট গেজেটিয়ারের সম্পাদক করা হয়েছে। পদটির কোনও গুরুত্বই নেই। গোপালিকার হাতে থাকা পরিবেশ দফতর এখন থেকে দেখবেন কর্মিবর্গ বিষয়ক দফতরের সচিব প্রভাত মিশ্র।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement